বাংলা হান্ট ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের (India National Cricket Team) একাধিক তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। যাঁদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, শুভমান গিল, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। যদিও, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং শ্রেয়স আইয়ারকে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে বিবেচিত করেছেন।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) “তুরুপের তাস” হতে পারেন শ্রেয়স:
শ্রেয়স আইয়ারকে দীর্ঘদিন পরে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে ODI ফরম্যাটে আবার খেলতে দেখা যাচ্ছে। পাশাপাশি, নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা প্রথম ODI ম্যাচে তিনি একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। ওই ম্যাচে ৩৬ বলে ৫৯ রান করেন শ্রেয়স। পন্টিং এই শ্রেয়সকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এক্স-ফ্যাক্টর ব্যাটার হিসেবে বর্ণনা করেছেন।
Central Contract was stripped off of Shreyas Iyer when he gave India all time batting performance at a ODI WC by middler order batter.
BCCI & ICT fans has always been ungrateful to Shreyas. He always done well and still never received enough respect!pic.twitter.com/XguRcQ7RkN
— Rajiv (@Rajiv1841) February 6, 2025
শ্রেয়স আইয়ারের ভক্ত হয়ে গিয়েছেন রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ICC রিভিউ-এর পর্বে হোস্ট সঞ্জনা গণেশনের সাথে কথা বলেন। সেই সময়ে তিনি শ্রেয়াস আইয়ারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শ্রেয়াস আইয়ারের কাছে এমন দক্ষতা রয়েছে যেটি তাঁকে সাদা বলের ফরম্যাটে সফল হতে পারে। বিশেষ করে বিশ্বের ওই অংশে। যেসব উইকেটে মন্থর ও কম উইকেট আছে, সেখানে তিনি ভালো প্রমাণিত হবেন।”
আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের জন্য দুর্ধর্ষ স্কিম SBI-র! মিলবে লক্ষ লক্ষ টাকা, জানুন বিস্তারিত
স্পিনের বিরুদ্ধে সেরা ব্যাটার: পন্টিং আরও বলেন, “আমরা জানি তিনি স্পিন বোলিংয়ের বিরুদ্ধে কতটা ভালো হিটার এবং ভারতে (India National Cricket Team) দলগুলি খুব বেশি স্পিন বোলিং করে না। তবে এটি কিছু স্তরে ঘটতে চলেছে। শ্রেয়স যদি মাঝখানে থাকেন, তবে তিনি অন্য খেলোয়াড়দের মতোই ভালো খেলবেন। তাই তাঁকে দলে ফিরতে দেখে আমি অত্যন্ত খুশি।”
আরও পড়ুন: রোহিত শর্মার পর কে হবেন টেস্ট দলের অধিনায়ক? খুঁজছে BCCI, নজরে রয়েছে এই প্লেয়াররা
অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ খেলোয়াড় আরও বলেন, “আমি কিছুটা অবাক হয়েছি যে, তিনি গত কয়েক বছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। ভারতে (India National Cricket Team) তিনি একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলেছিলেন। মিডল অর্ডারে ভালো পারফর্ম করেছেন এবং আমি তখন অনুভব করেছি যে তিনি সেই জায়গাটিকে নিজের জন্য পাকা করে ফেলেছিলেন। তারপরে তিনি পিঠে চোটের সম্মুখীন হন এবং দলের বাইরে ছিলেন। তবে ঘরোয়া ম্যাচে তিনি দুর্দান্ত ছিলেন। IPL-এর নিলাম এরপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে ও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন।”