রোহিত শর্মার পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি? সামনে এল বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত শর্মা। ঠিক এই আবহেই এবার অন্য একটি আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হয়েছে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) আরেকজন বড় খেলোয়াড়কেও অবসরের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কে সেই বড় খেলোয়াড়? বিরাট কোহলি? নাকি রবীন্দ্র জাদেজা?

অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) আরও এক খেলোয়াড়:

যদিও, ওই রিপোর্টে সেই খেলোয়াড়ের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ওই রিপোর্ট সামনে আসার পরেই অনেকে এই প্রসঙ্গে বিরাট বা জাদেজা সম্পর্কে জল্পনা শুরু করেছেন। প্রশ্ন হল, কেন সেই বড় খেলোয়াড়কে অবসরের আল্টিমেটাম দেওয়া হল?

India National Cricket Team test player recent update.

রোহিতের পর এবার কী বিরাটের পালা: ইতিমধ্যেই দৈনিক জাগরণ তার রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, রোহিত শর্মাকে এটা জানানো হয়েছিল যে, এই বছরের জুনে ইংল্যান্ড সফরের জন্য তাঁকে নির্বাচিত করা হবে না। রিপোর্টে আরও বলা হয়েছে যে রোহিতের ১৪ বা ১৫ মে অবসর ঘোষণা করার কথা ছিল। কিন্তু তিনি এক সপ্তাহ আগে অবসর ঘোষণা করে আলোড়ন সৃষ্টি করেন। ওই রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে আরও লেখা হয়েছে যে, আরও আরেকজন ভারতীয় খেলোয়াড়ও (India National Cricket Team) অবসরের আল্টিমেটাম পেয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত! সাংবাদিক বৈঠকে পড়শি দেশের ঘুম ওড়ালেন বিদেশসচিব

কী জানা গিয়েছে: রিপোর্টে বলা হয়েছে, যে টিম ইন্ডিয়ার আরও এক খেলোয়াড়কে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে দলে (India National Cricket Team) তিনি আর নাও জায়গা পেতে পারেন। এমতাবস্থায়, ওই খেলোয়াড়কে অবসরের সিদ্ধান্ত তাঁর হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হল, কবে সেই খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। অন্যথায় BCCI-এর মাধ্যমে আলোচনার মাধ্যমে তিনি হয়তো আরও কিছুদিন টেস্টে খেলা চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন: শুরু হয়ে গেল যুদ্ধ? “অপারেশন সিঁদুর”-এর প্রতিশোধ নিতে হামলার চেষ্টা পাকিস্তানের, যোগ্য জবাব দিল ভারত

এদিকে, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে দলের বড় খেলোয়াড়রা কেন এত আল্টিমেটাম পাচ্ছেন? যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে, অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সম্পূর্ণ মনোযোগ তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়ার দিকে রয়েছে। তাই এই চিন্তাভাবনা এবং উদ্দেশ্যের কারণে, দলের বড় খেলোয়াড়দের অবসরের আল্টিমেটাম দেওয়ার খবর সামনে আসছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X