বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে IPL-এর ১৮ তম মরশুম ভারতে সম্পন্ন হচ্ছে। এই টুর্নামেন্টের ফাইনাল আগামী ৩ জুন সম্পন্ন হবে। এরপরে, ভারতের ক্রিকেট অনুরাগীরা টেস্ট ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। কারণ টিম ইন্ডিয়া (India National Cricket Team) আগামী জুন মাসেই ইংল্যান্ড সফর করবে। যেখানে ওই দুই দলের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হবে। যেটি শুরু হবে আগামী ২০ জুন থেকে। এমতাবস্থায়, ওই সিরিজের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেই সংক্রান্ত তথ্য এবার সামনে এসেছে। মূলত, ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলি সরাসরি সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়ে গেছে।
ভারত (India National Cricket Team) বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ:
সরাসরি সম্প্রচারের অধিকার পেল সোনি: জানিয়ে রাখি যে, ভারত (India National Cricket Team) ও ইংল্যান্ডের মধ্যে এই সিরিজের জন্য জিওস্টার এবং সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া অংশীদারিত্ব (পার্টনারশিপ) করেছে। এই চুক্তি অনুসারে, জিওস্টার তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টারে ভারতের ইংল্যান্ড সফরের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত করবে। যার মধ্যে টেস্ট, ODI এবং T20 অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে, এসপিএনআই সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সম্প্রচারের অধিকার বজায় রাখবে। এদিকে এই চুক্তিতে ২০২৬ সালে ভারতের ইংল্যান্ড সফরও অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ৩ টি ODI এবং ৫ টি T20 ম্যাচ সম্পন্ন হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই টেস্ট সিরিজটি আগামী ২০ জুন লিডসের হেডিংলিতে শুরু হবে। এরপর বার্মিংহাম (২ জুলাই), লর্ডস (১০ জুলাই), ম্যানচেস্টার (২৩ জুলাই) এবং ৩১ জুলাই দ্য ওভালে পঞ্চম টেস্ট ম্যাচ দিয়ে সিরিজটি শেষ হবে।
আরও পড়ুন: করোনার পরিসংখ্যান নিয়ে জলঘোলা করছে চিন! বিশ্বজুড়ে ফের শুরু আতঙ্ক
এদিকে, এই অংশীদারিত্ব সম্পর্কে জানাতে গিয়ে, সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার এমডি এবং সিইও গৌরব ব্যানার্জি বলেন, “ভারতের (India National Cricket Team) ইংল্যান্ড সফরের জন্য ক্রিকেট ভক্তদের কাছে এই উত্তেজনাপূর্ণ অংশীদারিত্ব আনতে পেরে আমরা রোমাঞ্চিত। সোনি টিভি নেটওয়ার্কের শক্তি এবং জিওস্টারের ডিজিটাল সক্ষমতার দ্বারা সমর্থিত এই ধরণের প্রথম অংশীদারিত্ব ক্রিকেট কভারেজকে নতুন করে সংজ্ঞায়িত করবে বলে আমরা আশা করছি। আমরা ইসিবি-তে আমাদের স্টেকহোল্ডারদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: ফের ঝটকা খেল পাকিস্তান! সন্ত্রাসবাদ রুখতে ইজরায়েল-রাশিয়ার পর ভারতের পাশে দাঁড়াল এই দেশ
জানিয়ে রাখি যে, এই টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর শুভমান গিলকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: