শুরু হয়ে গেল কাউন্টডাউন! ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের প্রথম T20 ম্যাচ বিনামূল্যে দেখুন এখানে

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন পর ভারতীয় দল (India National Cricket Team) T20 ফরম্যাটে ম্যাচ খেলবে। এমতাবস্থায়, অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ শুরু হতে চলেছে আগামী ২২ জানুয়ারি থেকে। যেখানে ৫ টি T20 ম্যাচ খেলা হবে। এদিকে, এই সিরিজের প্রথম ম্যাচটি সম্পন্ন হবে ইডেনে।

ইন্ডিয়া (India National Cricket Team) বনাম ইংল্যান্ডের প্রথম T20 ম্যাচ:

ইতিমধ্যেই দুই দলই পৌঁছেছে কলকাতায়। জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের (India National Cricket Team) মুখোমুখি হবে। এমন পরিস্থিতিতে, এই সিরিজ যে অত্যন্ত রুদ্ধশ্বাস হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, এই সিরিজকে মাথায় রেখে ভারতীয় দলে একাধিক দুর্ধর্ষ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ সময় পর জাতীয় দলে (India National Cricket Team) ফিরেছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। ODI বিশ্বকাপের ফাইনালে তিনি ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর দীর্ঘ বিরতি শেষে ফের প্রত্যাবর্তন করছেন তিনি। এমতাবস্থায়, তিনি এই সিরিজে কেমন পারফরম্যান্স করেন সেদিকেই চোখ থাকবে ক্রিকেট অনুরাগীদের। শুধু তাই নয়, এই সিরিজে জেতার ক্ষেত্রে তাঁর ভালো পারফরম্যান্সও যথেষ্ট প্রয়োজন হবে।

এদিকে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই T20 সিরিজকে ঘিরে ক্রিকেট অনুরাগীরা ও অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। কারণ, এই সিরিজে চার-ছয়ের রীতিমতো বন্যা দেখা যাবে। এমতাবস্থায়, সবাই এটা জানতে চাইছেন যে, কখন এবং কোথায় তাঁরা এই ম্যাচগুলি দেখতে পাবেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ভারত (India National Cricket Team) এবং ইংল্যান্ডের মধ্যে T20 সিরিজের সম্পূর্ণ লাইভ সম্প্রচার কোথায় দেখা যাবে সেই বিষয়টি উপস্থাপিত করছি।

আরও পড়ুন: গুণবতী পাত্রীর সাথে চুপি চুপি বিয়ে সারলেন নীরজ! নতুন বছরেই সবাইকে চমকে দিলেন “সোনার ছেলে”

ভারত ও ইংল্যান্ডের মধ্যে T20 সিরিজের লাইভ টেলিকাস্ট: ভারত (India National Cricket Team) ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হবে। দুই দলই কলকাতায় উপস্থিত থেকে নিজ নিজ প্রস্তুতিতে ব্যস্ত। ওই ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭ টায় এবং টস হবে সন্ধ্যে ৬ টা বেজে ৩০ মিনিটে।

আরও পড়ুন: KKR-এর এই একটা আচরণেই হয়েছিলেন ক্ষুন্ন! তারপরেই ছাড়েন দল, এবার বোমা ফাটালেন শ্রেয়স

এই ম্যাচগুলির সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। এর পাশাপাশি মোবাইলে এই ম্যাচগুলি উপভোগ করতে হলে Hotstar অ্যাপে চোখ রাখতে হবে। এদিকে, যাঁদের কাছে ফ্রি DTH রয়েছে তাঁরা ডিডি স্পোর্টসে বিনামূল্যে এই ম্যাচগুলি দেখতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর