ভারতীয় ফুটবল দলে এবার নতুন কোচ! দায়িত্ব পেলেন ইনি, নাম জানলে আপনিও যাবেন চমকে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে ভারতীয় ফুটবল দলের (India National Football Team) হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন স্পেনের মানোলো মার্কেজ (Manolo Marquez)। তিনি ইন্ডিয়ান সুপার লিগে দল FC গোয়ার কোচের দায়িত্বে রয়েছেন।

ভারতীয় ফুটবল দলে (India National Football Team) এবার নতুন কোচ:

এমতাবস্থায়, বরখাস্ত ইগর স্টিমাকের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাঁকে কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মানোলো মার্কেজের কোচিংয়ের ক্ষেত্রে বিরাট অভিজ্ঞতা রয়েছে। যা ভারতীয় ফুটবল দলের কাজে লাগতে পারে।

FC গোয়ার কোচ: শনিবার সম্পন্ন হওয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ৫৫ বছর বয়সী মার্কেজকে শীর্ষ পদে নিযুক্ত করা হয়। এই প্রসঙ্গে AIFF এক বিবৃতিতে বলেছে যে, ফেডারেশন সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের (India National Football Team) জন্য নতুন প্রধান কোচ নিয়োগের বিষয়ে আলোচনা করেছে এবং দ্রুত এই পদের জন্য মানোলো মার্কেজকে নির্বাচিত করেছে। এদিকে, ২০২৪-২৫-এর মরশুমে FC গোয়ার প্রধান কোচ হিসেবে মার্কেজ তাঁর দায়িত্ব অব্যাহত রাখবেন। পূর্ণ সময়ের ভিত্তিতে জাতীয় দলের কোচ হওয়ার আগে তিনি একই সঙ্গে উভয় দায়িত্ব সামলাবেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: চলছিল ক্রিকেট ম্যাচ, আচমকাই মাঠে হাজির শিয়াল! তারপরে যা হল…..ভাইরাল ভিডিও

কি জানিয়েছেন AIFF প্রধান: এদিকে, এই প্রসঙ্গে AIFF প্রধান কল্যাণ চৌবে জানিয়েছেন যে, “আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকায় মানোলো মার্কেজকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আগামী বছরগুলিতে মার্কেজের সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ।” উল্লেখ্য যে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন কোচ মানোলো মার্কেজের মেয়াদ প্রকাশ করেনি। এদিকে, ভারতীয় দল (India National Football Team) ২০২৬-এর FIFA বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়ার পরে গত ১৭ জুন ইগর স্টিমাককে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন: বাপকা বেটা! Jio-কে বিশ্বের সবথেকে বড় কোম্পানি বানালেন আকাশ আম্বানি, গড়লেন রেকর্ড

ইন্ডিয়ান সুপার লিগে ২ টি দলের কোচিং করেছেন: মানোলো মার্কেজ জানিয়েছেন যে, “ভারতের জাতীয় ফুটবল দলের (India National Football Team) কোচ হওয়ার বিষয়টি আমার জন্য অবশ্যই সম্মানের। এটি এমন একটি দেশ যেটিকে আমি আমার দ্বিতীয় বাড়ি বলে মনে করি। আমি ভারত এবং ভারতের জনগণের সাথে সংযুক্ত বোধ করি এবং আমি যখন প্রথম এখানে এসেছি তখন থেকেই এই সুন্দর দেশের একটি অংশ অনুভব করেছি। আমি FC গোয়ার প্রধান কোচ থাকাকালীন আসন্ন মরশুমে জাতীয় দলকে সাহায্য করার সুযোগ দেওয়ার জন্য FC গোয়ার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই সুযোগের জন্য AIFF-এর কাছে কৃতজ্ঞও।” জানিয়ে রাখি যে, মানোলো মার্কেজ ২০২০ সাল থেকে ইন্ডিয়া সুপার লিগে কোচিং করছেন। তিনি হায়দ্রাবাদ FC এবং FC গোয়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর