বাংলাহান্ট ডেস্ক : দুর্বল অর্থনীতিতে ধুঁকছে পাকিস্তান। তার মধ্যেও কীভাবে নৌসেনার শক্তিবৃদ্ধি করছে শেহবাজ সরকার! সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলে দিলেন ভারতের (India) নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন, চিনের মদতেই যে পাকিস্তান নৌবাহিনীর এত বাড়বাড়ন্ত তাও নজরে রাখছে ভারত (India)।
পাকিস্তান নৌবাহিনীর বিষয়ে মুখ খোলেন ভারতীয় (India) নৌসেনা প্রধান
সোমবার বার্ষিক নৌসেনা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় (India) নৌবাহিনীতে শীঘ্রই ২৬ টি রাফাল মেরিন যুদ্ধবিমান যুক্ত হওয়ার কথা জানান ত্রিপাঠি। এই বৈঠকেই তিনি প্রশ্ন তোলেন পাকিস্তানের নৌবাহিনী নিয়ে। ৫০ টি যুদ্ধজাহাজ নিয়ে নৌবাহিনী গঠন করতে চাইছে পাক সরকার। অথচ তাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা কারোরই অজানা নয়। এই অবস্থাতেও কোথা থেকে আসছে যুদ্ধজাহাজগুলি, স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন।
পাক নৌসেনার আশ্চর্যজনক বৃদ্ধি: এ বিষয়ে এদিন অ্যাডমিরাল ত্রিপাঠি বলেন, পাকিস্তানের নৌসেনার আশ্চর্যজনক কলেবর বৃদ্ধির বিষয়ে ওয়াকিবহাল ভারত (India)। ৫০ জাহাজের একটি বাহিনী হতে চাইছে তারা। অথচ তাদের অর্থনীতির দিকে দেখলে প্রশ্ন ওঠে, কীভাবে জাহাজগুলি তারা তৈরি করছে বা পাচ্ছে। নিজের দেশের নাগরিকদের কল্যাণের চেয়ে অস্ত্র বড় হয়ে উঠেছে তাদের কাছে।
আরো পড়ুন : জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে শেষ ভরসা প্লাস্টিক! অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া উপায় “ধুরন্ধর” পাকিস্তানের
চিনকেও কড়া বার্তা: পাকিস্তানের নৌবাহিনীর এই বাড়বাড়ন্ত যে চিনের কল্যাণে ভারত (India) সে সম্পর্কে সচেতন বলে জানান অ্যাডমিরাল ত্রিপাঠি। তিনি বলেন, পাকিস্তান নৌবাহিনীর অনেক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন চিনের সহায়তায় তৈরি হচ্ছে। চিনের আটটি সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তবে তাদের ক্ষমতার বিষয়ে ভারত (India) সচেতন রয়েছে বলেই জানান অ্যাডমিরাল ত্রিপাঠি।
আরো পড়ুন : আতঙ্কের আবহ বাংলাদেশে! এরই মধ্যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে বড় ‘দুঃসংবাদ’, ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের হিন্দুরা
তিনি আরো বলেন, ভারতীয় (India) নৌবাহিনী এখন এমন সব স্ট্রাটেজি নিচ্ছে যে প্রতিবেশী দেশগুলির থেকে যেকোনো ধরণের হামলার সঙ্গে মোকাবিলা করার জন্যই প্রস্তুত। সেই সঙ্গে অ্যাডমিরাল ত্রিপাঠি এও বলেন, চিনের পিএলএ নৌবাহিনী, তাদের যুদ্ধজাহাজের পাশাপাশি তাদের আঞ্চলিক শক্তির উপরেও নজর রাখা হচ্ছে।