জমে গেল খেলা! এবার পাকিস্তান-বাংলাদেশকে ডাক দিল ভারত, কারণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলাহান্ট ডেস্ক : ভারতকে (India) চাপে ফেলতে সবসময়ই এক পায়ে খাড়া পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh)। কিন্তু কোনরকম শত্রুতার সম্পর্ক নয়, বরং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে পাশেই পেতে চায় ভারত। তাই এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘অখণ্ড ভারত’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ও বাংলাদেশকেও।

নয়া ছক কষছে ভারত (India)

সূত্রের খবর, এই উদ্যোগের মূল লক্ষ্যই হল যাবতীয় মতপার্থক্যকে দূরে সরিয়ে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন। ইতিমধ্যেই এই সেমিনারের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদের কাছেও।

India New planning for pakistan Bangladesh

 

জানা গিয়েছে, পাকিস্তানের তরফে অবশ্য কনফার্মেশন চলে এসেছে। পাক কর্মকর্তারা হাজির থাকবেন সেমিনারে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করে কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা। সূত্রে খবর, ঢাকা যদি ভারতের এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে, তাহেল এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

আরোও পড়ুন : “বড়লোক আমরাও…”, আম্বানির অ্যান্টিলিয়ায় আচমকাই প্রবেশের চেষ্টা দুই ইনফ্লুয়েন্সারের, তারপরে যা হল….

ভারতীয় আবহাওয়া বিভাগের (Indian Meteorological Department) এক শীর্ষ কর্মকর্তার কথায়, এই উদযাপনটি তাদেরকে নিয়েই হবে যারা ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় অখণ্ড ভারতের অংশ ছিল। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকেও। আইএমডি-র ১৫০ বছরকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে অর্থ মন্ত্রক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর