৩০ টাকায় চলবে ১৮৫ কিমি, দাম বাইকের সমান! ভারতে তৈরি হল অভাবনীয় ইলেকট্রিক গাড়ি

বাংলা হান্ট ডেস্ক: সারা বিশ্বে প্রতিদিনই নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছে মানুষ। এর মধ্যে এমন কিছু অনন্য উদ্ভাবন থাকে যা সবাইকে মুহূর্তের মধ্যে অবাক করে দেয়। বর্তমান প্রতিবেদনেও ঠিক এইরকমই এক ঘটনার কথা উপস্থাপিত করা হবে পাঠকদের মাঝে।

আজ আমরা আপনাকে মধ্যপ্রদেশের সাগরের এক কলেজ পড়ুয়ার ব্যাপারে জানাবো যিনি নিজের ব্যবহারের জন্য আস্ত একটি গাড়ি বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ি অত্যন্ত সস্তাও!

বর্তমান যুগে বেশিরভাগ মানুষ পরিবেশের কথা ভেবে এবং ক্রমবর্ধমান জ্বালানির মূল্যে নাজেহাল হয়ে ইলেকট্রিক গাড়ি কেনার দিকেই ঝুঁকছেন। যেই কারণে ইতিমধ্যেই অনেক কোম্পানি ইলেকট্রিক গাড়িও লঞ্চ করেছে। এমতাবস্থায় হিমাংশু প্যাটেল নামের ওই ছাত্র নিজে থেকেই তৈরি করে নিয়েছেন একটি বৈদ্যুতিক গাড়ি।

ওই গাড়িটি একবার চার্জ দিলেই ১৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিমাংশু মাত্র ৫ মাসেই ওই বৈদ্যুতিক গাড়িটি তৈরি করেছেন। পাশাপাশি, গাড়িটিতে ৫ জন যাত্রী খুব সহজেই বসতে পারবেন। এছাড়াও, হিমাংশু জানিয়েছেন যে, তাঁর তৈরি করা এই গাড়িটি প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগেও চলতে সক্ষম।

আরও জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৪ ঘন্টা সময় নেয় এবং এটি একবার চার্জ করতে খরচ হয় ৩০ টাকার মত। রিমোট কন্ট্রোল স্টার্ট এবং স্টপ ফিচারও রয়েছে এই গাড়িতে।

WhatsApp Image 2022 02 12 at 12.03.05 PM

পাশাপাশি, রিভার্স, ইলেকট্রনিক স্পিডোমিটার, ব্যাটারি, পাওয়ার মিটার, ফাস্ট চার্জিং, ইলেকট্রিক সেফটি এবং অ্যান্টি থেফ্ট অ্যালার্মের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গাড়িটিতে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, এই গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ২ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই, বাজারে থাকা অন্যান্য গাড়ির তুলনায় এর দাম অনেকটাই কম। তাই, অনেকেই এই গাড়িটিকে সবচেয়ে স্বস্তার গাড়ি হিসেবেও দাবি করেছেন।

এদিকে, হিমাংশুর তৈরি করা এই গাড়ির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে হিমাংশুর এই কাজে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। পাশাপাশি,ভাইরাল হওয়া এই ভিডিওটিতে প্রতিক্রিয়াও দিতে থাকেন তাঁরা। এত কম বয়সে হিমাংশুর এই অভিনব প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর