বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে কড়া আক্রমণ করলেন প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। কিছুদিন আগে তিনি প্রাক্তন পাক অধিনায়কের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। কিছুদিন আগে আফ্রিদি কানেরিয়ার কথার জবাব দিতে গিয়ে একটি বক্তব্যে ভারতকে শত্রু দেশ বলে উল্লেখ করেছিল। তার পাল্টা দিয়ে কানেরিয়া বলেন “ভারত আমাদের শত্রু নয়। শত্রু হলেন তারাই যারা কিনা ধর্মের জন্য উস্কানিমূলক মন্তব্য করে বেড়ায়। কেউ যদি ভারতকে নিজের শত্রু হিসাবে বিবেচনা করেন, তবে সে কখনই কোনও ভারতীয় মিডিয়া চ্যানেলের সামনে যাবেন না।”
আজ কানেরিয়া টুইট করে এই বক্তব্য প্রকাশ করেছেন। একসময় পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট ম্যাচে ২৬১টি উইকেট নিয়েছেন এই স্পিনার। কিছুদিন আগে তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। আজ তিনি বলেছেন “যখন আমি জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে নিজের আওয়াজ তুলেছিলাম, তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে।”
গোটা ব্যাপারটা শুরু হয়েছিল যখন কানেরিয়া ভারতীয় সংবাদমাধ্যমের কাছে আফ্রিদির বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি হিন্দু ক্রিকেটার সেইজন্য তার প্রতি দুর্ব্যবহারের সাথেসাথে আফ্রিদির বিরুদ্ধে তার ধর্ম পরিবর্তন করতে চাপ দেওয়ার মতো মারাত্মক অভিযোগ এনেছিলেন কানেরিয়া। তিনি জানিয়েছেন যে তাকে হিন্দু থেকে মুসলমান ধর্মে পরিবর্তিত হওয়ার জন্য চাপ দিয়েছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার। তিনি আরও জানিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মহম্মদ ইজাজ বাট, তার অভিযোগকে কোনও গুরুত্বই দেয়নি।
তারপর দানিশ কানেরিয়ার তোলা যাবতীয় অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শাহিদ আফ্রিদি। ধর্মের জন্য কোনও ক্রিকেটারের সাথে এমন আচরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন তিনি। তার মতে সহজে কিছু অর্থ এবং জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করছেন কানেরিয়া। এই ধরণের অভিযোগকে তিনি গুরুত্ব দেন না বলেও জানিয়েছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার। তার মতে সকলেই কানেরিয়ার চরিত্র সম্পর্কে জানেন। বোর্ডের কাছে অভিযোগ না করে শত্রু দেশের সংবাদ মাধ্যমকে এই সাক্ষাৎকার দিয়েছেন কানেরিয়া যাতে ধর্মীয় দিক ব্যবহার করে সহানুভূতি কুড়োতে পারেন, এমনটাই মত ছিল তার। এবার আফ্রিদির এই বক্তব্যকেই পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন কানেরিয়া।