বাংলাহান্ট ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে ভর করেই উন্নতির পথে হু হু করে এগোচ্ছে ভারতীয় (India) সেনাবাহিনী। বায়ুসেনা থেকে নৌবাহিনী, সর্বত্র সেনার শক্তিবৃদ্ধিতে নতুন নতুন অস্ত্র সামনে আনছে ভারত। আর এবার আনুষ্ঠানিক ভাবে ‘হাইপারসনিক যুগ’ শুরু হওয়ার ঘোষণা করে দিল ভারত (India)। দেশের হাতে এল হাইপারসনিক অস্ত্র বহনের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন।
ভারতের (India) হাতে এল হাইপারসনিক অস্ত্রের ইঞ্জিন
১২০ সেকেন্ড অর্থাৎ ২ মিনিট ধরে ফুল লোডে ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। আর তাতে সফল ভারত। অর্থাৎ এবার এটা বলাই যায় যে, দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি ইঞ্জিন দিয়েই হাইপারসনিক অস্ত্র হামলা করা যাবে। এক্ষেত্রে আর অন্য কোনো দেশের সাহায্য প্রয়োজন নেই ভারতের (India)।
সফল হল পরীক্ষা: উল্লেখ্য, বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হাইপারসনিক অস্ত্র বহনের জন্য এই স্ক্যামজেট কমবাস্টার তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন। জানুয়ারি মাসে প্রথম বার বেঙ্গালুরুতে এই ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। তারপর আরো কয়েক ধাপে হয়েছে পরীক্ষা। অবশেষে সাফল্যের মুখ দেখলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা।
আরো পড়ুন : বয়স ২০-র গণ্ডি পেরোতেই বাগদান সারছেন ‘মুন্নি’, এত কম বয়সেই বিয়ের সিদ্ধান্ত কেন? মুখ খুললেন অনন্যা
কী বলছেন বিজ্ঞানীরা: এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, হাইপারসনিক অস্ত্র হামলার জন্য প্রয়োজনীয় ইঞ্জিন তৈরি করার মতো প্রযুক্তি ভারতের (India) হাতে বিশেষ নেই। ডিআরডিওর একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী হাইপারসনিক অস্ত্র হামলার প্রক্রিয়াটি সহজ করে বুঝিয়ে বলেছেন। তিনি জানান, হাইপারসনিক অস্ত্র ফায়ার করার সময় ইঞ্জিনের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। আবার টার্গেট হিট করার সময় সেই তাপমাত্রা নিমেষে একদম কম করে দিতে হয়। আর স্ক্যামজেট কমবাস্টার সেই কাজটাই করে বলে জানান বিজ্ঞানী।
আরো পড়ুন : হয়ে গেল শেষ শুটিং, টপার মেগা থেকে সরলেন নায়ক! জোড়া সিরিয়াল বন্ধের ধাক্কা জি বাংলায়
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অবশ্য আগেই গত বছরেই গোপনে পরীক্ষা চালিয়েছিল ভারত (India)। আর সেই ক্ষেপণাস্ত্র আমেরিকা, রাশিয়া, চিনের মতো শক্তিশালী দেশগুলির সঙ্গে টক্কর দেওয়ার জন্য উপযুক্ত ছিল। জানিয়ে রাখি, ভারতের (India) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জল, স্থল এবং আকাশ থেকেও হামলা চালাতে সক্ষম। পাশাপাশি ৪৮০ কেজির বিষ্ফোরক নিয়েও হামলা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী হাইপারসনিক মিসাইল তৈরি করতে চলেছে ভারত (India)। আর ইঞ্জিন যোগ হলে এই অস্ত্রের ক্ষমতা আরো বেড়ে যাবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!