বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের (India) পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। যেখানে প্রাণ হারান ২৬ জন। এদিকে, নিহতদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই নৃশংস হামলায় পাক জঙ্গি গোষ্ঠীর যুক্ত থাকার খবর মিলেছে। আর তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় অ্যাকশন গ্রহণ করছে ভারত।
পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত (India):
এছাড়াও, ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে “অপারেশন সিঁদুর” অভিযান। যেখানে ভারত (India) এয়ারস্ট্রাইকের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। তারপর থেকেই রীতিমতো প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে বারংবার হামলা চালিয়েছে পাকিস্তান। যার যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে।
আরও পড়ুন: জয় শাহ ও BCCI-এর একটি চালেই হল বাজিমাত! বড়সড় ঝটকা পেল পাকিস্তান, মুখ পুড়ল PCB-র
এদিকে, গত শনিবার ভারত (India) এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। যদিও, ওই ঘোষণার মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শুধু তাই নয়, সীমান্তবর্তী একাধিক জায়গায় গোলাবর্ষণ থেকে শুরু করে পাক ড্রোনের উপস্থিতিও পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, রবিবার সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনীর প্রধান অনিল চৌহান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠক সম্পন্ন করেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: কথা রাখল না পাকিস্তান! কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন পড়শি দেশের, পাল্টা জবাব ভারতের
কী জানিয়েছে বায়ু সেনা: ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এনেছে ভারতীয় বায়ু সেনা। ইতিমধ্যেই বায়ু সেনার তরফে জানানো হয়েছে যে, “অপারেশন সিঁদুর” এখনও জারি রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।
The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.
Since the Operations are still ongoing, a detailed…
— Indian Air Force (@IAF_MCC) May 11, 2025
পাশাপাশি বায়ু সেনা আরও জানায়, ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে নির্ধারিত কাজগুলি অত্যন্ত নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সাথে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তবে, যেহেতু এই অভিযান এখনও চলছে তাই যথাসময়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হবে। এছাড়াও ভারতীয় বায়ু সেনা সবাইকে যাচাই না করা তথ্য গ্রহণ এবং সেগুলি প্রচার করা থেকেও বিরত থাকার আর্জি জানিয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: