বিশ্বরেকর্ড ভারতের! শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললেন রোহিতরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে টপ অর্ডার রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭৩ রানের স্কোর খাড়া করেছিল। জবাবে পাথুম নিশাঙ্কা (৭২) ও অধিনায়ক দাসুন শানাকার (১০৮*) ব্যাটে ভর শ্রীলঙ্কা ৩০৮ রানের বেশি তুলতে পারেনি। ৬৭ রানের ব্যাবধানে ম্যাচ জেতে ভারত।

আজ শ্রীলঙ্কা টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। আসামের বর্ষাপাড়ার ব্যাটিং বান্ধব উইকেটের সম্পূর্ণ ফায়দা তুলে নেয় ভারতের দুই ওপেনের রোহিত শর্মা (৮৩) এবং শুভমান গিল (৭০)। এরপর শ্রেয়স আইয়ার (২৮) এবং লোকশ রাহুলের (৩৯) সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। নিজের ৪৫ তম শতরান (১১৩) করে ভারতকে ৩৭৩ রান তুলতে সাহায্য করেন বিরাট।

kohli badass 100

এরপর বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কাকে পাওয়ার প্লে-তে অল্প রানের মধ্যে বেঁধে রাখা এবং দুটি উইকেট তোলার পেছনে বড় কৃতিত্ব ছিল তার। টপ অর্ডারে ওপেনার পাথুম নিশাঙ্কা ছাড়া আর কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। কিন্তু তাকে সহ আরো দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে শ্রীলঙ্কার মিডল অর্ডারকে ভাঙেন উমরান মালিক। আজ ভারতের হয়ে ৮ ওভার বোলিং করে ৫৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।

কাল ভারতীয় দলে এই ঝড়ের পর একটি বড় রেকর্ড করে ফেলেছে। এর আগে ওডিআইতে কোন নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ৩৫০ রানের বেশি স্কোর করার কৃতিত্ব ছিল অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে মোট আটবার ৩৫০ রানের গন্ডি অতিক্রম করেছে অস্ট্রেলিয়া যা ছিল একটি বিশ্বরেকর্ড। কিন্তু কাল ওডিআই ক্রিকেটার ইতিহাসে নয়বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫০-এর বেশি রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় দল।

ভারত এবং অস্ট্রেলিয়ার পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে মোট ছয়বার ৩৫০-এর বেশি স্কোর খাড়া করেছে তারা। ইংল্যান্ডের সঙ্গে যুগ্ম হবে তৃতীয় স্থানে রয়েছে ভারত। অজিদের বিরুদ্ধে মোট ছয়বার ৩৫০ বা তার বেশি রান তুলেছে মেন ইন ব্লুজ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর