ঘনিষ্ঠ বন্ধুই দিল ধোঁকা! বিরাট বড় আর্থিক প্রতারণার শিকার উমেশ যাদব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতারণার শিকার ভারতের তারকা পেসার উমেশ যাদব (Umesh Yadav)। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে ক্রিকেটারের নামে একটি প্লট কেনার অজুহাতে তার বন্ধু এবং ম্যানেজার তার সাথে ৪৪ লক্ষ টাকার প্রতারণা করেছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উমেশ প্রতারণার অভিযোগ দায়ের করার পরে শৈলেশ ঠাকরে নামের ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মজার ব্যাপার হলো যে এই শৈলেশ ঠাকরে আসলে উমেশ যাদবের ঘনিষ্ট বন্ধু। এখনও অবধি পাওয়া খবর থেকে জানতে পারা গিয়েছে যে তিনি নাগপুরের কাছাকাছি মহারাষ্ট্রের কোরাডিতে থাকতেন এবং তার বেকারত্বের সম্পর্কে জানতে পেরে আইপিএলে একসময় নাইট রাইডার্সের হয়ে খেলা পেসার ২০১৪ সালের জুলাই মাসে তাকে নিজের ম্যানেজার হিসাবে কাজে বহাল করেছিলেন।

16 Umesh AFPjpg

পুলিশ আধিকারিক জানিয়েছেন শৈলেশ নিজের কাজ ও সম্পর্কের সুযোগ নিয়ে অল্প সময়ের মধ্যেই উমেশ যাদবের মন ও বিশ্বাস জয় করতে সফল হয়েছিলেন। সেই পুলিশ আধিকারিক আরও উল্লেখ করেছেন যে শৈলেশ গত কয়েক বছর ধরে ক্রিকেটারের আর্থিক লেনদেনের বিষয়গুলি পরিচালনা করতেন। ফলে তার কাছে উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য মজুত ছিল।

যখন উমেশ প্রথমবার শৈলেশের এই জালিয়াতির বিষয়টি সম্পর্কে অবগত হন, তখন নিজেদের সম্পর্কের কারণে তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে আসতে চাননি। তাকে প্লটটির মালিকানা উমেশ নিজের নামে হস্তান্তর করতে বলেন। কিন্তু শৈলেশ যাবতীয় অভিযোগ অস্বীকার করতে থাকেন। নিরুপায় হয়ে তারকা পেসার তখন নিজের টাকা ফেরত চান।

কিন্তু এর পরেও তিনি উমেশকে টাকা ফেরত দিতে চাননি। তাই উমেশ বাধ্য হয়ে তাৎক্ষণিকভাবে কোরাডি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তখন ভারতীয় সংবিধানের ধারা ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘনের শাস্তি) এবং ৪২০ (প্রতারণা এবং এর ফলে অসাধুভাবে সম্পত্তি বিতরণ) ধারায় মামলা দায়ের করেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর