বদলে গেল ভারত বনাম পাকিস্তান ম্যাচের সূচি! ২ মাসে অন্তত ৩ বার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হবে ৫ই অক্টোবর। বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি আয়োজিত হবে ১৫ই অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তার এক মাসে আগে অবশ্য দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে খুব সম্ভবত দুইবার এবং সবকিছু পরিকল্পনা মাফিক গেলে তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ মাত্র দু মাসের মধ্যে চারটি হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পেতে পারে ক্রিকেট বিশ্ব।

২০২৩ সালের এশিয়া কাপের (2023 Asia Cup) সুচি খুব শীঘ্রই প্রকাশ্যে আনবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জানা যাচ্ছে আগে যা দিন নির্বাচিত ছিল সেই দিনগুলির কিছুটা পরিবর্তন হওয়ায় সূচি প্রকাশ্যে আনতে কিছুটা সময় লাগছে। তবে জানা গিয়েছে যে এবারের এশিয়া কাপের ভারত বনাম পাক ম্যাচটি আয়োজিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে, ২ রা সেপ্টেম্বর।

ভারত এবং পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছেন নেপাল। যোগ্যতা অর্জন পর্বে অন্যান্য দলগুলিকে পেছনে ফেলে তারা এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে। অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষে দুটি গ্রুপের শেষে থাকা দুই দল এশিয়া কাপের সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে।

আশা করা যায় ভারত ও পাকিস্তান দুজনেই সুপার ফোর এর যোগ্যতা অর্জন করবে নিজেদের গ্রুপ থেকে কারণ তাদের প্রতিপক্ষ খাতায়-কলমে অনেকটাই দুর্বল। এরপর তারা যদি ফাইনালের যোগ্যতাও অর্জন করতে পারে সুপার ফোর থেকে তাহলে দর্শকদের মধ্যে টুর্নামেন্টটি নিয়ে উত্তেজনা বাড়বে।

গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হলেও এবার পঞ্চাশ ওভারের ফরম্যাটে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের চারটি ম্যাচ পাকিস্তান আয়োজিত হবে এবং বাকি বেশিরভাগ অংশটি আয়োজিত হবে শ্রীলঙ্কায়। গতবার ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরেছিল। আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করেছিল শ্রীলঙ্কা। নেপাল ছাড়া বাকিদের স্কুলের কাছে এই টুর্নামেন্টটি বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি মঞ্চ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর