‘জরুরি পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল’, বিভ্রান্তিমূলক প্রচার করলেই অ্যাকশন! নবান্ন থেকে কড়া বার্তা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাকিস্তান (India- Pakistan) ‘যুদ্ধ’ পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে মুখ্যমন্ত্রীর আর্জি, রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে। বেসরকারি স্কুলগুলি খোলা রয়েছে। আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর পরই যদি স্কুল বন্ধ করে দেওয়া হয়, সেই নিয়ে আর্জি মমতার। মুখ্যমন্ত্রীর আর্জি, ‘প্রাইভেট স্কুলগুলি ছুটি দিয়ে দিন, বাচ্চারা বাড়িতে থাকুক’।

আর কি কি বললেন মুখ্যমন্ত্রী? Mamata Banerjee

প্রাইভেট স্কুলগুলির উদ্দেশে মমতা বলেন, ‘লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি ছুটি দিয়ে দেয়। কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী, সেই দিন থেকে ছুটি করে দিলে ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।”

ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে সকলকে একসাথে থাকার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, আমরা দেশকে ভালোবাসি, আমাদের দায়িত্ব ভয় না পেয়ে এই পরিস্থিতিতে সবটা আগলে রাখব। মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উপর নজর রাখছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের সুরক্ষায় রাজ্য কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা লড়াই হবে। এই সময়ে কোনও বিভেদ নেই। আমরা সবাই দেশের পক্ষে।” রাজ্যের জনগনকে অভয় দিয়ে মমতার বার্তা, “আতঙ্কিত হবেন না। বিভ্রান্ত হবেন না। দায়িত্বপ্রাপ্তরা নজর রাখছেন। কোনও তথ্য থাকলে জানাতে পারেন। মেসেজ করতে পারেন।”

CM Mamata Banerjee builds Special Legal Advisory Committee

আরও পড়ুন: “আভি পিকচার বাকি হ্যায়”, অপারেশন সিঁদুরের পর জানালেন ভারতের প্রাক্তন সেনা প্রধান! ফের হবে ধামাকা?

রাজ্যের প্রশাসনিক প্রধানের পরামর্শ, “সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে। ভুয়ো খবরে কেউ কান দেবেন না।” যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মমতার। মুখ্যমন্ত্রী বলেন, “শীঘ্রই ২৪ ঘণ্টার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর চালু করা হবে। পুলিশকেও সতর্ক করা হয়েছে। আইসিদের ছুটি বাতিল করা হয়েছে। তারা বাড়তি নজর রাখবেন।” মমতার স্পষ্ট বার্তা, ‘‌মনে রাখবেন সবার ওপরে দেশ। এখন কোনও উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক প্রচার বরদাস্ত করা হবে না। কড়া অ্যাকশন নেওয়া হবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতির জেরে এখন থেকে সরকারি সমস্ত দফতরের ছুটি বাতিল করা হল।

ভিডিও দেখুন: https://youtu.be/qY-YipN5WE0?si=qKkfl8JYbH9aBwqB

মমতা বলেন, ‘জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। মোবিলিটি, ভিজিলেন্সও বাড়ানোর কথা বলা হয়েছে।’ প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুরের’ পর এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘জয় হিন্দ, জয় ভারত।’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X