পাকিস্তান-বাংলাদেশ-ভারতের মধ্যে কোন দেশের সাংসদরা পান বেশি বেতন? জানলে চমকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চলতি আর্থিক বছরের শেষ লগ্নে সংসদ সদস্যদের ২৪ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন আইনের অধীনে পরিবর্তন আনা হয়েছে বেতন ও পেনশন কাঠামোয়। ভারতে (India) মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে ১ লক্ষ টাকা থেকে বেড়ে  সংসদ সদস্যদের বেতন গিয়ে দাঁড়ালো ১ লক্ষ ২৪ হাজার টাকায়।

ভারত (India), পাকিস্তান, বাংলাদেশের সাংসদদের বেতন

মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে পেনশনের ক্ষেত্রেও। প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন ২৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকায়। এমনকি সাংসদদের দৈনিক ভাতা ২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ২৫০০ টাকা। তবে ভারতের (India) দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশে সাংসদদের (Members of Parliament) অবস্থাটা ঠিক কীরকম?

আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য খারাপ খবর! পেনশন, বেতন বৃদ্ধি নিয়ে সামনে বড় আপডেট

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের শুরুর দিকে ১৩৮ শতাংশ বৃদ্ধি পায় পাক সাংসদদের বেতন। সাংসদদের বেতন বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের (Pakistan) শেহবাজ সরকার চলতি বছর একটি বিল পাশ করে। সেই বিলেই সাংসদদের বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। যদিও সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে এখনও প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি অনুমোদন দেননি বিলটিতে। সূত্রের খবর,  ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র (পাকিস্তানের সংসদের নাম) সদস্যদের মাসিক বেতন নতুন আইন অনুযায়ী ২ লক্ষ ১৮ হাজার পাক টাকা থেকে বেড়ে হতে চলেছে ৫ লক্ষ ১৯ হাজার পাক টাকা। পাশাপাশি নতুন আইনে পাক সংসদ সদস্যদের ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধিরও উল্লেখ রয়েছে।

আরও পড়ুন : মেঘলা আকাশ! টানা দু’দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর

আবার ভারতের অপর এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের (Bangladesh) সাংসদদের মাসিক বেতন ৫৫ হাজার বাংলাদেশি টাকা। ভারতীয় সংসদ সদস্যদের মতোই ওপার বাংলার সাংসদরাও পেয়ে থাকেন একাধিক সুযোগ-সুবিধা। মেলে বিনামূল্যে সরকারি আবাসনে থাকার সুবিধা। নিখরচায়  বিদ্যুৎ, গ্যাস, জল এবং টেলিফোন ব্যবহারের সুবিধাও দেওয়া হয়ে থাকে সংসদ সদস্যদের। একইসাথে অফিস খরচ, পরিবহণ ভাতা, ভ্রমণ ভাতা এবং বিনোদন ভাতা বাবদ বাংলাদেশের সাংসদরা পেয়ে থাকেন যথাক্রমে ১৫ হাজার, ৭০ হাজার, ১২ হাজার ৫০০ এবং ৫ হাজার বাংলাদেশি টাকা। নির্বাচনী উন্নয়ন এবং দাতব্য তহবিল বাবদ আরও ৫ লক্ষ বাংলাদেশি টাকা প্রদান করা হয়ে থাকে সাংসদদের।

India-Pakistan-Bangladesh MP salary scale

বেতনের দিক থেকে বিচার করলে উল্লেখিত তিন দেশের মধ্যে সবথেকে বেশি বেতন পেয়ে থাকেন পাক সাংসদরা। নয়া আইন কার্যকর হলে পাকিস্তানের সংসদ সদস্যদের মাসিক ভাতার পরিমাণ গিয়ে পৌঁছাবে ১,৮৫২ ডলারে। সেখানে ডলারের নিরিখে ভারতীয় সাংসদদের মাসিক ভাতা বর্তমানে ১,৬৬৫ ডলার। আবার প্রতিবেশী বাংলাদেশের সাংসদদের কপালে জুটছে মাসিক মাত্র ৪৫৫ ডলারের ভাতা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X