বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের (India) সীমান্তবর্তী একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। ইতিমধ্যেই ওই রাজ্যের একাধিক জেলায় চলছে ব্ল্যাকআউট। শুধু তাই নয়, পাকিস্তানের লাগাতার হামলার জেরে বাতিল করা হয়েছে IPL-এর ম্যাচ। বৃহস্পতিবার IPL-এর ম্যাচ চলাকালীন ধর্মশালা স্টেডিয়ামের বন্ধ করে দেওয়া হয়। তারপরেই দর্শকদের বার করে দেওয়া হয় স্টেডিয়াম থেকে।
রাত ১২.৪৫ মিনিট: পাকিস্তানের যেসমস্ত শহরগুলিতে প্রত্যাঘাত করেছে ভারত সেগুলি হল: লাহোর, ইসলামাবাদ, করাচি, সিয়ালকোট, বহাবলপুর, পেশোয়ার ও কোটলি (পাক অধিকৃত কাশ্মীর)।
রাত ১২.৩০ মিনিট: পাকিস্তান থেকে উধাও সেনা প্রধান আসিম মুনির! বাঙ্কারে লুকিয়েছেন পাক প্রধানমন্ত্রী শরিফ। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, লাহোর থেকে ABY553-এই নম্বরের একটি বাণিজ্যিক বিমান ওড়ার চেষ্টা করে। ওই বিমানে পাক সেনা প্রধান দেশ ছেড়েছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
রাত ১২.২০ মিনিট: জম্মু-কাশ্মীরের নৌশেরায় গুলি করে নামানো হল ২ টি পাক ড্রোন। সবমিলিয়ে পাকিস্তানি বায়ুসেনার ৪ টি ফাইটার জেট গুলি করে নামাল ভারত।
রাত ১১.৩০ মিনিট: পাকিস্তানের করাচি ও ওরমারা বন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল INS বিক্রান্ত। হামলার পরে দুই বন্দরেই আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে ওই এলাকা ত্যাগ করছেন স্থানীয়রা।
রাত ১০.৫০ মিনিট: বিরাট সাফল্য ভারতের! উরিতে পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেস্তে দিল সেনা।
রাত ১০.৪০ মিনিট: পাকিস্তানের হামলার পাল্টা জবাব! লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ল ভারত।
রাত ১০.৩০ মিনিট: রাজৌরির সেনাঘাঁটিতে জঙ্গিরা ফিদাঁয়ে হামলা চালিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও, পরে সেনার তরফে সেটি ভুয়ো খবর হিসেবে বিবেচিত করা হয়।
রাত ১০.২০ মিনিট: এক্স হ্যান্ডেলে সেনার তরফে পা হামলার প্রসঙ্গে বিবৃতি সামনে আনা হল। যেখানে জানানো হয়েছে জম্মু থেকে শুরু করে পাঠানকোট এবং উধমপুরের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের AWCS সিস্টেম।
বিস্তারিত জানার জন্য “রিফ্রেশ” করুন…..