কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার আহ্বান জানালো ভারত

বাংলাহান্ট ডেস্ক: ভারত কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করার পরেই পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভঙ্গ করে। পাকিস্তান ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করতে চায় পাকিস্থানে থাকা ভারতের হাইকমিশনারকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

475321 6647249 Modi Imran 2 updates

পাকিস্তান সরকারের তরফ থেকে টুইট করে বাণিজ্য সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক ভঙ্গ করার সিদ্ধান্ত জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশী
নয়াদিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার কথা বলেন।

ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়। ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে পাকিস্তানের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে।

পাকিস্তান দাবি জানিয়েছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত অবৈধ ও একতরফা। পাকিস্তান সরকার ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিশারিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়েছে।


সম্পর্কিত খবর