বাংলাহান্ট ডেস্কঃ আইসিসির চেয়ারম্যান পদে ইতিমধ্যেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে শশাঙ্ক মনোহরের। আর সেই কারণেই আইসিসি খুঁজছে তাদের পরবর্তী চেয়ারম্যান। কিন্তু কিভাবে আইসিসি তাদের পরবর্তী চেয়ারম্যান বেছে নেবে সেই নিয়ে সোমবার একটি ভার্চুয়ালি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
উল্টে আইসিসির চেয়ারম্যান নির্বাচন নিয়ে বৈঠক চলাকালীন আইসিসির বোর্ড রুমে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ঐকমত্যের ভিত্তিতে আইসিসির পরবর্তী চেয়ারম্যান বেছে নেওয়া কার্যত অসম্ভব। আর তাই আইসিসির চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য নির্বাচন করতেই হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা কোন ভাবেই সম্ভব নয়। আর এই নিয়ে আইসিসির বিগ থ্রী এবং আইসিসির বাকি সদস্য দেশগুলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।
ক্রিকেটের বিগ-থ্রি’ অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চাইছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বেছে নেওয়া হোক আইসিসি পরবর্তী চেয়ারম্যান অর্থাৎ সব মিলিয়ে আইসিসি ভোটদাতা দেশ এই মুহূর্তে 17 টি, সাতেরোর মধ্যে যে 9 টি ভোট পাবে তাকেই করা হোক আইসিসির পরবর্তী চেয়ারম্যান। অপরদিকে পাকিস্তানের নেতৃত্বাধীন অন্যান্য সদস্য দেশগুলি চাইছে 17 এর মধ্যে যে 12 টি ভোট পাবে তাকেই করা হোক পরবর্তী চেয়ারম্যান। আর এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন আইসিসির এক কর্তা।