‘কোনও যুদ্ধই হয়নি… কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে?’ মোদী সরকারের কাছে ‘প্রমাণ’ চাইলেন সৌগত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা (India Pakistan Conflict) বিরাটাকার ধারণ করেছিল। হামলা, পাল্টা হামলা চলছিল দুই দেশের মধ্যে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। এই আবহে কেন্দ্রের কাছে ‘প্রমাণ’ চাইলেন দমদমের তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। ‘কোথায় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে?’ প্রশ্ন করলেন প্রবীণ নেতা।

মোদী সরকারের কাছে ‘প্রমাণ’ চাইলেন সৌগত (Saugata Roy)!

অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। তাঁদের বীরত্ব, সাহসিকতার কথা দেশবাসীর মুখে মুখে ফিরছে। এই আবহে ভারতের প্রত্যাঘাত নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন দমদমের সাংসদ। ‘কোনও যুদ্ধই হয়নি’, দাবি করেন তিনি।

সৌগত বলেন, ‘বিষয়টা প্রায় হাস্যকর হয়েছে। এদিক থেকে ওদিকে ড্রোন গিয়েছে। দু-একটা মিসাইল এদিক থেকে ওদিক গিয়েছে। কোনও মেজর পার্থক্য হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে? কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ রাখুক না। আমি তো ছবিতে দেখছি, ওই একটা-দু’টো মাসুদ আজহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি, সেটাকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে?’

আরও পড়ুনঃ মঙ্গলবার অবধি ব্যাপক ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা! কবে কোন জেলায় তাণ্ডব?

এখানেই না থেমে তৃণমূল (TMC) সাংসদের প্রশ্ন, ‘আমরা পাকিস্তানের কোন অস্ত্র ধ্বংস করতে পেরেছি? সেই প্রমাণগুলি দিন না। নেতৃত্ব কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না!’

Saugata Roy

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত স্বরূপ অপারেশন সিঁদুর (Operation Sindoor) করেছিল ভারতীয় সেনা। তার মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। পাল্টা ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান। সীমান্তে দেদার গোলাগুলি চলতে থাকে।

পাকিস্তানের করা প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। সেই সঙ্গেই পাল্টা হামলাও চালিয়েছে ইন্ডিয়ান আর্মি। বিগত কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষ অবশ্য বন্ধ হয়েছে। গোলাগুলি না চললেও উপত্যকাবাসীর চিন্তা পুরোপুরি কাটেনি বলে খবর। এই আবহে বড় প্রশ্ন তুললেন সৌগত রায় (Saugata Roy)। ‘কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে? কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ রাখুক না‘, বলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X