দুপুরেই ফোন পাক DGMO-র! পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিল ভারত! ঘোষণা বিদেশ সচিবের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের ‘জবাব’ দিতেই ফুঁসে উঠেছিল পাকিস্তান। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যেকার সংঘাত চরমে ওঠে। শনিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের নানান জায়গায় ‘হেভি শেলিং’ হয়েছে। পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। এই আবহে বড় সিদ্ধান্ত নিল দুই দেশ। শনিবার বিকেল ৫টা থেকে ভারত ও পাকিস্তান সব রকমের সংঘর্ষ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri)।

দুপুরেই ভারতের ডিজিএমওকে ফোন করেন পাক ডিজিএমও (India-Pakistan)

মঙ্গলবার মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তান। বুধবার থেকে ভারতের নানান শহরকে ‘টার্গেট’ করছে তারা। ড্রোন থেকে মিসাইল, নানান হামলার চেষ্টা করা হয়। সব হামলা ভেস্তে দিয়ে পাল্টা প্রত্যাঘাত করে ভারত। বুধবার থেকে দু’দেশের মধ্যেকার উত্তেজনা ক্রমেই বাড়ছিল। এই আবহে শনিবার দুপুর ৩:৩৫ নাগাদ ভারতের ডিজিএমও-কে ফোন করেন পাক ডিজিএমও। ঠিক হয়, আজ বিকেল ৫টা থেকে জল, স্থল ও আকাশে সব ধরণের ফায়ারিং ও মিলিটারি অ্যাকশন বন্ধ করবে দুই দেশ।

এদিন বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। বুধবার থেকে লাগাতার আক্রমণ, পাল্টা আক্রমণের পর এবার সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বিদেশ সচিব জানান, আগামী ১২ মে দুপুর ১২টার সময় ফের কথা বলবেন ভারত ও পাকিস্তানের ডিজিএমও (DGMO)।

আরও পড়ুনঃ ২ সপ্তাহের মধ্যে কথা শুনতেই হবে! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

সংঘর্ষবিরতির কথা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্ট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি লেখেন, ‘গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে আজ ভারত ও পাকিস্তান একটি সমঝোতা করেছে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপোসহীন অবস্থান বজায় রেখেছে। আগামীদিনেও তাই হবে’।

india-pakistan Operation Bunyan-un-Marsoos:

উল্লেখ্য, বিগত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা বিরাট আকার নিয়েছিল। ভারতের নিরীহ, নিরপরাধ মানুষদের নিশানা করছিল পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছিল ভারত।

শনিবার সকাল থেকেও অব্যাহত ছিল সেই ধারা। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিল দুই দেশ (India-Pakistan)। আগামী ১২ মে দুপুর ১২টায় দুই দেশের ডিজিএমও-রা ফের আলোচনায় বসবেন। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X