হামাসের কায়দায় এসেছিল পাকিস্তান! সব প্ল্যান বানচাল করল ‘সুদর্শন চক্র’, এবার হাঁটু কাঁপছে শত্রুর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের ক্রমাগত হামলায় মুখ তুলে কড়া জবাব দিয়ে চলেছে ভারত (India-Pakistan)। রাতের পর সকালেও করাচি-POK-তে চলছে অপারেশন। পাকিস্তানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা দিচ্ছে ভারত। জম্মু এবং পঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা বানচাল করে দিল অতন্দ্র প্রহরায় থাকা ‘সুদর্শন চক্র’। মাঝ আকাশেই ধূলিসাৎ ক্ষেপণাস্ত্র। (India Pakistan Conflict)

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকে জম্মু এবং পঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু ছুঁতে পারেনি ভারতকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ ট্রায়াম্ফ, ‘সুদর্শন চক্র’ ক্ষেপণাস্ত্র হামলার প্ল্যান ভেস্তে দিয়েছে। ভারতের আকাশসীমায় ঢোকার আগেই এস ৪০০ শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। ভারতের ত্রিফলা চাপে হাঁটু কাঁপছে পাকিস্তানের।

এখানে হামাসের ছায়া দেখছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, জম্মু এবং পঞ্জাবে যে কায়দায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, হামাসের হামলার সঙ্গে তার বহু অংশে মিল রয়েছে। তাহলে কি এর পেছনে হাত রয়েছে হামাসের? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দারা।

ক্ষেপণাস্ত্র হামলার সময় ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় রাজস্থান, পঞ্জাব এবং জম্মুতে। জম্মুতে বিমানবন্দর, সেনাছাউনি, বায়ুসেনাঘাঁটি এবং আধাসেনার কার্যালয়ে তাক করে ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। কিন্তু ক্ষতি করতে পারেনি কোনো। পাকিস্তানের একাধিক ড্রোন হামলাও ভেস্তে দিয়েছে ভারত।

https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs

আরও পড়ুন: ঘরে ঢুকে মারছে ভারত! ‘পিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে’, শেহবাজ শরিফকে নিশানা ইমরান খানের বোনের

বৃহস্পতিবার রাতেই প্রতিরক্ষা মন্ত্রক জানায়, জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাকিস্তানের দুটো ড্রোন (pakistani drones) গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। আগে তিনটি পাক যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে ভারত।

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X