শোয়েব-সানিয়ার পুনরাবৃত্তি! এবার ভারতীয় তরুণীকে ধোঁকা দিলেন পাকিস্তানের সমকামী যুবতী

বাংলা হান্ট ডেস্ক : ‘সরফরাজনে ধোকা দে দিয়া’, আমির খানের PK-র এই ডায়লগের সাথে হুবহু মিলে গেল অঞ্জলি চক্রর কাহিনী। ভারতীয় তরুণীর পাকিস্তানি (India-Pakistan) প্রেমিকার উপর উঠল বিশ্বাসঘাতকতার অভিযোগ। যার জেরে সোজা বাগদান ভেঙে ফেললেন অঞ্জলী চক্র (Anjali Chakra) এবং সুফি মালিক (Sufi Malik)। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করে বিচ্ছেদের খবর জানিয়েছেন এই দুই সমকামী তরুণী (Lesbian Couple)।

তারপর থেকেই চর্চায় রয়েছেন এই দুই তরুণী। নেটিজনরা তো কটাক্ষ করতেও ছাড়ছেননা। কেউ কেউ বলছে, পাকিস্তান যেভাবে বারংবার ভারতকে ধোঁকা দিয়ে এসেছে, ঠিক সেভাবেই অঞ্জলীকে ধোঁকা দিয়েছে সুফী। আসলে গোপনে কার্গিল সেক্টরে ঢুকে পড়া থেকে শুরু করে সীমান্ত এলাকায় নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ রয়েছে পাকিস্তানের উপর। এবার যুযুধান দুই দেশের ছায়া দেখা গেল এই প্রেমিকাযুগলের সম্পর্কেও।

আজ থেকে বছর খানেক আগে ২০১৯ সালে প্রকাশ্যে এসেছিল অঞ্জলী আর সুফির কাহিনী। একজন ভারতের বংশোদ্ভূত তো অন্যজন পাকিস্তানি। ভিন্নধর্মী সমলিঙ্গের এই দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাগদানের খবরে ঝড় উঠেছিল নেটদুনিয়ায়। অনেকেই দাবি করেছিলেন যে, এইভাবেই একদিন যুযুধান দুই দেশও কাছাকাছি আসবে। কিন্তু কোথায় কী? পাঁচ বছর যেতে না যেতেই সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করলেন অঞ্জলী-সুফি।

আরও পড়ুন : এই মহারথীকে বাদ দিয়েই দ্বিতীয় ম্যাচ খেলবে KKR, থাকছে বড় চমক! জানুন বিস্তারিত

ind pak same sex 261401450 16x9 0 (1)

এইদিন সোশ্যাল মিডিয়ায় দুটি আলাদা পোস্ট করে তারা জানিয়েছেন, এখন থেকে তাদের পথ আলাদা। তাদের বাগদানও ভেঙে গেছে। বিয়ের আবেদনও বাতিল করা হয়েছে। কারণ হিসেবে অঞ্জলি চক্র লিখেছেন, ‘সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ অন্যদিকে সুফি লিখেছেন, “আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর