বাংলাহান্ট ডেস্ক : একদিনের ব্যবধানে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তানের (India-Pakistan) অর্থনৈতিক ধারা বয়েছে সম্পূর্ণ ভিন্ন মেরুতে। যেখানে ভারত বিশ্বের অন্যতম শক্তিধর অর্থনীতির দেশ হয়ে উঠেছে, সেখানে পাকিস্তান দাঁড়িয়ে রয়েছে দেউলিয়া হওয়ার মুখে। বর্তমানে দুই দেশের মুদ্রার দামের ফারাকই ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক চিত্রের স্পষ্ট ধারণা দিতে যথেষ্ট।
ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মুদ্রার মূল্য হিসেব
ভারতীয় মুদ্রার সাথে তুলনা করলে বর্তমানে বেশ খানিকটা পিছিয়ে পাকিস্তানের রুপি (Pakistani Rupee)। সাম্প্রতিক সময়ে ভারতের মুদ্রার (Indian Currency) সাথে পাকিস্তানের মুদ্রার দামের ফারাক বেড়েছে আরো বেশ খানিকটা। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত কয়েকদিন ধরে সামান্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।
আরোও পড়ুন : বাদুড়ঝোলা অতীত! নতুন বাস রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী! কোথা থেকে কতদূর চলবে?
যদিও শেয়ার বাজারে এখনো সম্পূর্ণভাবে দাম বাড়েনি ভারতীয় মুদ্রার। তবে অতীতের রক্তক্ষরণ কিছুটা হলেও বন্ধ হয়েছে ভারতীয় রুপির। পাশাপাশি পাকিস্তানের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে সে দেশের রূপির দাম কমেছে আরো খানিকটা। গত সোমবার ভারতের ১ টাকার নিরিখে পাকিস্তানের রুপির মূল্য ছিল ৩.১৭ রুপিয়া। তবে গত বুধবার সেই ব্যবধান আরো খানিকটা বেড়ে হয়েছে ৩.২২ রুপিয়া।
আরোও পড়ুন: সদ্য পেয়েছেন জামিন, এরই মধ্যে ফের খারাপ খবর পেলেন মানিক ভট্টাচার্য!
বর্তমানে ভারতের ১০০ টাকা পাকিস্তানের ৩২২.৭ রুপিয়ার সমান। তবে ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মুদ্রার দামের মধ্যে এই পার্থক্যের কারণটা কী? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের তুলনায় ভারতের অর্থনীতি অনেকটাই শক্তিশালী। ভারতের রিজার্ভ ব্যাংক, বৈদেশিক বিনিয়োগ ও সরকারি নীতি ভারতের অর্থনীতিকে ক্রমশ শক্তিশালী করছে।
আইএমএফ-এর ঋণ নির্ভরতা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং শেয়ার বাজারের অস্থিরতার প্রভাব ফেলেছে পাকিস্তানের অর্থনীতির উপর। এর ফলে ক্রমশ দাম কমছে পাকিস্তানি রুপির। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক অতীতে শেয়ার মার্কেটের গ্রাফ নিম্নমুখী হলেও, বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজারের প্রতি বিশ্বাস রয়েছে। সম্প্রতি শেয়ার বাজারে রক্তক্ষরণ হলেও বিশ্ববাজারে ভারতের অর্থনীতির দাপট রয়েছে এখনো।
ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মুদ্রার দামের ফারাক শুধু দুই দেশের অর্থনীতির পটচিত্র নয়, দুই দেশের আর্থিক সমৃদ্ধির দিকেও ইঙ্গিত বহন করে। ভারতের শক্তিশালী মুদ্রা অত্যন্ত ইতিবাচক অনুঘটকের কাজ করবে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়াতে। বিশ্ব বাজারে পাকিস্তানি রুপির অস্তিত্ব ফিরিয়ে আনতে হলে সেদেশের অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।