‘ভারত একেবারে ভেতরে ঢুকে…’, মাঝরাতে মুনিরের ফোন পেয়েই মাথায় হাত! অবশেষে নূর খান ছাউনিতে হামলার খবর স্বীকার শরিফের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত (India-Pakistan)। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। তারপরেই পালটা আঘাত করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ড্রোন, মিসাইল কিছু দিয়েই ভারতের কোনো ক্ষতি করতে পারেনি তারা। উপরন্তু ভারতের (India-Pakistan) টানা প্রত্যাঘাতে কোমর ভেঙে যায় পাকিস্তানের। শেষমেষ রীতিমতো কাকুতি মিনতি করে সংঘর্ষ বিরতির জন্য আর্জি জানায় প্রতিবেশী দেশ।

নূর খান ছাউনিতে ভারতের (India-Pakistan) প্রত্যাঘাতের খবর স্বীকার পাকিস্তানের

চারদিন সংঘর্ষ চলতে না চলতেই মাথা নোয়াতে বাধ্য হয় পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, ড্রোন, মিসাইল কিছু দিয়েই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ছিদ্র করতে পারেনি তারা। এদিকে ভারত (India-Pakistan) কার্যত পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ বায়ুসেনাঘাঁটিগুলিতে তাণ্ডব চালিয়ে এসেছে। এতেই আরো কাবু হয়ে পড়ে পাকিস্তান। ভারতীয় সেনার তরফে পাক বায়ুসেনাঘাঁটিগুলিতে হামলার কথা স্পষ্ট ভাবে জানানো হলেও এতদিন তা লুকিয়ে রেখেছিল পাকিস্তান। বারংবার অস্বীকার করতে দেখা গিয়েছিল তাদের। কিন্তু সত্যিটা আর লুকানো রইল না।

India-Pakistan noor khan airbase strike video

পাক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি নূর খান: ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের যে বিমানঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল নূর খান এয়ারবেস। ইসলামাবাদ সংলগ্ন এই এয়ারবেস পাক বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিই সেনাবাহিনীর মূল পরিবহন কেন্দ্র। আকাশে থাকা অবস্থায় কোনো যুদ্ধবিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই ছাউনি থেকেই জ্বালানি নেয় পাক বায়ুসেনা। উপরন্তু এই এয়ারবেস ইসলামাবাদের কাছেই। এখানে প্রত্যাঘাত করে ভারত (India-Pakistan) কার্যত মোক্ষম জায়গায় আঘাত করে। আর তাতে আক্ষরিক অর্থেই ঘুম উড়ে যায় পাকিস্তানের।

আরো পড়ুন : তলে তলে পাকিস্তানকে সাহায্য, এবার প্রকৃতির রোষের মুখে চিন, ভয়াবহ কম্পনে বিপর্যয় ড্রাগনের দেশে!

কী দেখা গেল ভিডিওতে: সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখান থেকে জানা গিয়েছে, পাকিস্তান মনুমেন্টে ভাষণ দেওয়ার সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শেষমেষ স্বীকার করেছেন নূর খান ছাউনিতে ভারতের (India-Pakistan) প্রত্যাঘাতের কথা। তিনি বলেন, ৯/১০ তারিখে রাত আড়াইটের সময় জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে জানান যে ভারত একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছে। নূর খান বিমানঘাঁটি সহ বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে।

আরো পড়ুন : বিদায় বাবু ভাইয়া, দর্শকদের বড় ধাক্কা দিয়ে ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন পরেশ রাওয়াল

এতদিন একথা প্রাণপণে গোপন করে রেখেছিল পাকিস্তান। ভারত সবটা সামনে আনলেও তা স্বীকার করতে রাজিই ছিল না পাকিস্তান। অবশেষে গোটা বিশ্বের কাছে সত্যিটা এল প্রকাশ্যে। এই হামলার জেরেই যে পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X