বাংলাহান্ট ডেস্ক : শত্রুতা অতীত, অর্থনৈতিক উন্নতির সাথে লক্ষ্যে এবার ভারতের সাথে হাত মিলিয়ে ‘গ্রেটার পাঞ্জাব’ তৈরির পরিকল্পনা পাকিস্তানের (India-Pakistan)। ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে কর্তারপুর করিডর মডেলের আদলে, নতুন ‘গ্রেটার পাঞ্জাব’ করিডর তৈরির ভাবনাও ভাবছে পাকিস্তান। সেক্ষেত্রে অবশ্য বিষয়টি নিয়ে পাক সেনাকর্তাদের পাশাপাশি সমর্থন রয়েছে শেহবাজ শরীফ সরকারেরও।
ভারতকে সাথে নিয়ে নয়া প্ল্যান পাকিস্তানের (India-Pakistan)
কিছুদিন আগেই প্রাক্তন পাকিস্তানি সেনা আদিল রাজা এই নয়া এই করিডর মডেল প্রকাশ করে বলেছিলেন, দুই দেশের মধ্যে একটি ‘সফ্ট বর্ডার’ তৈরির প্ল্যানিং নিয়েছে পাকিস্তান (Pakistan)। পাশাপাশি অভিযোগের সুরে এই প্রাক্তন পাকিস্তানি সেনা আদিল রাজা বলেন, ভারতের সমর্থনে মুক্ত বাণিজ্য এবং সীমান্ত অতিক্রম করার জন্যই কাজ করছে শেহবাজ শরীফের সরকার।
ভারত ও পাকিস্তানের (India-Pakistan) দুই পাঞ্জাব প্রদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নতি করাই মূল লক্ষ্য পাক সরকারের। তবে একই সাথে আদিল রাজা একথাও বলেন যে, ভবিষ্যতে এই মডেল বিপাকে ফেলতে পারে পাকিস্তানকেই। আদিল রাজার মতে, বর্তমানে ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহত্তম। তবে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শোচনীয়।
আরও পড়ুন : তার সিকি ভাগও যদি করতে পারি! রচনাকে দিশা দেখছেন অভিষেক কীভাবে?
সেই কারণে ভারতের (India) বিরুদ্ধে এক মুহূর্তও দাঁড়াতে পারবেনা পাকিস্তান। আদতে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তানিরাই। পাকিস্তানের ‘বৃহত্তর পাঞ্জাব’ মডেল আদতে ঠিক কী, সেই সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আদিল। এই প্রাক্তন পাকিস্তানি সেনার দাবি, সিন্ধু (করাচি সহ), খাইবার পাখতুনখোয়া, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং ভারতের মাধ্যমে ‘সফ্ট বর্ডার’ তৈরী ও বাণিজ্য বৃদ্ধির প্রস্তাবই হল পাকিস্তানের ‘গ্রেটার পাঞ্জাব’ মডেল।

মূলত অর্থনৈতিক সমৃদ্ধি ও ভবিষ্যতে বাণিজ্যিক সুযোগের ক্ষেত্র হিসেবে ‘গ্রেটার পাঞ্জাব’ (Greater Punjab Model) মডেল তৈরির পরিকল্পনা করছে পাক সরকার। তবে সুবিশাল ভারতীয় অর্থনীতির কাছে পাকিস্তানের নুইয়ে পড়া অর্থনীতি কতটা দাঁড়াতে পারবে সেটাও প্রশ্ন। আদিল রাজার মতে, যদি এই মডেল অনুসরণ করে পাকিস্তান এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে এমন দিন আসবে যখন পাকিস্তান ভারতের ‘স্যাটেলাইট রাষ্ট্রে’ পরিণত হবে।
আরও পড়ুন : বাবা অটো রিকশা চালক! ডোমেস্টিক ক্রিকেট না খেলেই দাপট IPL-এ, কীভাবে ভিগনেশকে খুঁজে পেল MI?
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতীয় অর্থনীতি স্পর্শ করেছে ৪ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতি মুহূর্তে তুমুল লড়াই করতে হচ্ছে পাকিস্তানকে। আদিল রাজার অভিযোগ, পাকিস্তান সেনাবাহিনী এবং শেহবাজ শরীফের সরকার ‘গ্রেটার পাঞ্জাব’ নিয়ে অর্থনৈতিক জুয়া খেলায় মেতে উঠেছে। সেই কারণে অদূর ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক দাস হয়ে উঠতে পারে পাকিস্তান।
সাময়িকভাবে এই মডেলের মাধ্যমে পাকিস্তান উপকৃত হলেও, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দেখা গেলে পাকিস্তান আদতে নির্ভরশীল হয়ে পড়বে ভারতের (India-Pakistan) উপরই। একইসাথে আদিল বলেন, বেলুচিস্তান এবং দক্ষিণ খাইবার পাখতুনখোয়ায় থাকবে না এই মডেল। সেই কারণে সম্পূর্ণভাবে এই অঞ্চলগুলিতে বন্ধ হয়ে যেতে পারে বাণিজ্য। আদিল রাজা ‘গ্রেটার পাঞ্জাব’ নিয়ে পাক সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও, ভারতের তরফে এখনও এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর।