ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের দিকে আঙুল তোলার জের! পাকিস্তানকে মোক্ষম জবাব দিল দিল্লি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায় সর্বত্র। শুধু তাই নয়, এই ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছিল পড়শি দেশ (India-Pakistan)। তবে এবার, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। গত শুক্রবার ভারত বলেছে যে, সন্ত্রাসের ঘাঁটি কোথায় তা বিশ্ব জানে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বেলুচিস্তান প্রদেশে ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস ঘটনায় পরোক্ষভাবে ভারতের নাম যুক্ত করার চেষ্টা করেছিল পাকিস্তান। এর পাশাপাশি আফগানিস্তান নিয়েও প্রশ্ন তোলে ওই দেশ। এদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, গত বুধবার উদ্ধার অভিযান শেষ হয়েছে।

পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত (India-Pakistan):

কী জানিয়েছে ভারত: জানিয়ে রাখি যে, বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি অনুসারে, “আমরা পাকিস্তানের (India-Pakistan) করা ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায় তা সারা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ না করে পাকিস্তানকে নিজের ভেতরটা দেখা উচিত।”

India-Pakistan relation latest update.

কী জানিয়েছে পাকিস্তান: এদিকে, জাফর এক্সপ্রেসের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের (India-Pakistan) বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “আমরা আফগানিস্তানকে এই নিন্দনীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধীদের, সংগঠক এবং অর্থ যোগান দাতাদের ধরতে এবং এই হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে পাকিস্তান সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুন: আমেরিকার হুমকিও পেলনা পাত্তা! এবার নয়া নজির গড়ল ভারত-রাশিয়ার বন্ধুত্ব, অবাক গোটা বিশ্ব

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের নীতিতে কোনও পরিবর্তন নেই এবং তথ্যেরও পরিবর্তন হয়নি। ভারত পাকিস্তানের (India-Pakistan) বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় জড়িত। আমি যা উল্লেখ করছিলাম তা হল, এই বিশেষ ঘটনায়, আমাদের কাছে আফগানিস্তানে কল করার প্রমাণ রয়েছে। আমি তাই বলেছি।” অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত তার প্রতিবেশী দেশগুলিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিশ্বব্যাপী গণহত্যা অভিযান চালাচ্ছে।”

আরও পড়ুন: সঙ্কটের মধ্যে থাকা বিশ্বে উল্টো ছবি ভারতে! হু হু করে এগিয়ে চলেছে দেশ, সামনে এল বিরাট পরিসংখ্যান

তিনি আরও জানান, “দুর্ভাগ্যবশত আমাদের অঞ্চলে অনেক শান্তিবিরোধী শক্তি রয়েছে। যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ থেকে লাভবান হতে পারে।” তাঁর মতে, “সিবি বেলুচিস্তানের কাছে জাফর এক্সপ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলাটি বিদেশে বসে সন্ত্রাসবাদী চক্রের নেতাদের তরফে করানো হয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর