ফের স্পষ্ট হল ভারতের শক্তি! দিল্লির ইশারাতে পাকিস্তানকে ঝটকা দিল শ্রীলঙ্কা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের (India) উদ্বেগ প্রকাশের পর শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে তাদের নৌ-মহড়া বাতিল করেছে। আসলে, ওই দুই দেশের এই যৌথ মহড়াটি শ্রীলঙ্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ত্রিঙ্কমালি বন্দরের কাছে সম্পন্নহওয়ার কথা ছিল। ত্রিঙ্কমালি এমন একটি বন্দর শহর যেখানে ভারতের সহায়তায় সেখানে একটি শক্তি কেন্দ্র তথা এনার্জি সেন্টার তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, এই বন্দরের কাছে পাকিস্তান নৌবাহিনীর মহড়ায় ভারতের আপত্তি ছিল। তাই, ভারত শ্রীলঙ্কার সামনে তার আপত্তি উত্থাপন করে। এতে, পাকিস্তানের বিরোধিতা সত্বেও শ্রীলঙ্কা অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয়।

ভারতের (India) চালে ঝটকা পেল পাকিস্তান:

HT-র প্রতিবেদন অনুসারে, এই ঘটনাবলীর সাথে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন যে, এই মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফরের ঠিক আগে ওই মহড়াটি হওয়ার কথা ছিল। এদিকে, সফরের সময়, ভারত (India) ও শ্রীলঙ্কা একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।এর পাশাপাশি, ত্রিঙ্কমালিতে একটি জ্বালানি কেন্দ্র নির্মাণের জন্য ভারত, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাশাহীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

India Pakistan Sri Lanka recent update.

আসলে, শ্রীলঙ্কার ত্রিঙ্কমালি বন্দরের কাছে পাকিস্তানের মহড়া পরিচালনার প্রস্তাবকে ভারতকে (India) উত্তেজিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। এই ঘটনা এমন এক সময়ে এসেছে যখন শ্রীলঙ্কা বিদেশি গবেষণা জাহাজের প্রবেশের ওপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত, চিনা নজরদারি জাহাজের কার্যকলাপের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। জানিয়ে রাখি যে, এশিয়ায় চিন ও পাকিস্তানের মধ্যে জোট অনেক পুরনো।

আরও পড়ুন: ফের বাজিমাত সায়নীর! ষষ্ঠ সিন্ধু জয় করে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন বঙ্গতনয়া

সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত (India) যখনই পাকিস্তান নৌবাহিনীর মহড়ার জন্য ত্রিঙ্কমালির উদ্দেশ্যে আসার পরিকল্পনার খবর পায়, তখনই তারা কলম্বোর হাইকমিশনের মাধ্যমে শ্রীলঙ্কা সরকারের সাথে কথা বলে এবং তা বন্ধ করতে বলে। মহড়া থেকে প্রত্যাহারের কারণে শ্রীলঙ্কাও পাকিস্তানের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল। তবে, পাকিস্তানের তীব্র বিরোধিতা সত্বেও, শ্রীলঙ্কা এই মহড়া বাতিল করে।

আরও পড়ুন: ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে এবার দিতে হবে ট্যাক্স? কী জানাল সরকার?

তবে, ভারতীয় (India) আধিকারিকরা এই পুরো বিষয়ে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি, এই মহড়ার জন্য কোন তারিখ নির্ধারণ করা হয়েছিল তাও জানা যায়নি। যদিও, এটা নিশ্চিতভাবেই প্রকাশ পেয়েছে যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ, পিএনএস আসলাত, কলম্বো বন্দর পরিদর্শন করেছিল। পিএনএস আসলাত কলম্বোর কাছে শ্রীলঙ্কার একটি যুদ্ধজাহাজের সাথে পাসেক্স মহড়া পরিচালনা করে। যা যোগাযোগ এবং কৌশলের ওপর ভিত্তি করে হয়েছিল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X