বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রত্যেক হামলার কড়া জবাব দিচ্ছে ভারত। স্থল, জল (Indian Navy), বায়ু, একযোগে আক্রমণে নেমেছে এদেশের সেনা। বৃহস্পতিবার রাতেই করাচিতে হানা দেয় আইএনএস বিক্রান্ত (INS Vikrant)। সেখানকার বন্দর কার্যত লণ্ডভণ্ড করে দেওয়া হয় বলে খবর। এই আবহে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় নৌ সেনা। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যেই আগামী ১২ মে অবধি আরব সাগরে যুদ্ধ অনুশীলনের সিদ্ধান্ত গ্রহণ করা হল বলে খবর। সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহেই বড় সিদ্ধান্ত নৌ সেনার (Indian Navy)!
বৃহস্পতিবার রাত থেকেই ‘অ্যাকশনে’ নেমেছে ইন্ডিয়ান নেভি। এবার জানা গেল, আরব সাগরে আগামী ১২ মে অবধি যুদ্ধ অনুশীলন করবে ভারতীয় নৌ সেনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। কিছু কিছু সংবাদমাধ্যমে আবার দাবি করা হয়েছে, ৮-১৩ মে অবধি আরব সাগরে যুদ্ধ অনুশীলন করবে ভারতীয় নৌ সেনা। অন্যদিকে ৯-১২ তারিখ অবধি আরব সাগরে পাকিস্তানি নৌ সেনার অনুশীলন করার কথা রয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL! ভারত-পাকিস্তান যুদ্ধের আবহেই নেওয়া হল বড় সিদ্ধান্ত
গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে জঙ্গিরা। ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে তার ‘জবাব’ দেয় ভারত। কোনও সাধারণ নাগরিক নয়, এই সামরিক অভিযানের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
পাল্টা পাকিস্তানের তরফ থেকে ভারতের (India) নিরীহ, নিরপরাধ মানুষদের টার্গেট করা হয়। সেই সঙ্গেই ড্রোন হামলা, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও করা হয়। বৃহস্পতিবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগরে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। যদিও তা ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই জম্মুর সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে প্রায় ১২ জন পাক জঙ্গি। সঙ্গে সঙ্গে তাঁদের রুখে দেয় বিএসএফ। সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে প্রাণ যায় ৭ জন জইশ জঙ্গির।
গতকালই পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। স্থল, জল (Indian Navy), ও বায়ু, ‘ত্রিফলা’ অ্যাকশনে নামে ভারতের তিন বাহিনী। করাচি, লাহোর সহ সেদেশের প্রায় ১৬টি শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। পাকিস্তানের প্রত্যেকটি হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা।