“কোহলি পাকিস্তানে এলে ভুলে যাবেন ভারত”, আচমকাই দাবি করলেন এই পাক খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। কারণ, এই টুর্নামেন্ট সম্পন্ন হবে পাকিস্তানেই। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই টুর্নামেন্ট খেলার জন্য ভারতের (India) পাকিস্তান (Pakistan) সফরের বিষয়টি প্রশ্নের মুখে রয়েছে। ঠিক এই আবহেই প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) বড় প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাকিস্তানে (Pakistan) খেলতে যাবে ভারত (India)?

মূলত, আফ্রিদি চান ভারত (India) পাকিস্তানে (Pakistan) আসুক এবং সেখানে খেলুক। কারণ, এটা করলে দুই দেশের মধ্যে শুধু যে ক্রিকেটের সম্পর্ক বৃদ্ধি পাবে তা নয় বরং তাঁর দেশের দর্শকরা বিরাট কোহলির খেলা দেখার সুযোগ পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৩ থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত রয়েছে। তবে, পাকিস্তান গত বছর ODI বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসেছিল। তারপরেই মনে করা হয়েছিল যে, ভারতও হয়তো পাকিস্তান সফরে গিয়ে কোনও টুর্নামেন্ট খেলবে।

India-Pakistan This player gave a big reaction about Virat Kohli.

রিপোর্ট অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ভারতের (India) ম্যাচগুলি লাহোরে সম্পন্ন হওয়ার কথা ছিল। যদিও, গত বৃহস্পতিবার ANI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, BCCI তাদের দলকে সীমান্তের ওপারে পাঠাতে আগ্রহী নয়। এর পাশাপাশি, তারা ফের একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। যেটি দেখা গিয়েছিল গত বছরের এশিয়া কাপে। উল্লেখ্য যে, ভারতের হয়ে কোহলি সমগ্র বিশ্বজুড়ে খেলেছেন। কিন্তু তিনি পাকিস্তানে (Pakistan) খেলেননি। তবে, পাকিস্তানে বিরাটের প্রচুর ভক্ত রয়েছে। এদিকে, সম্প্রতি তিনি আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বর্ষাকালে চালাচ্ছেন AC? অবশ্যই ব্যবহার করুন এই “সিক্রেট বাটন”, মুহূর্তের মধ্যে ঘরে আসবে বিরাট পরিবর্তন

এমতাবস্থায় সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আফ্রিদি জানিয়েছেন, “আমি টিম ইন্ডিয়াকে (India) অবশ্যই স্বাগত জানাবো। পাকিস্তান (Pakistan) যখন ভারত সফরে যেত আমরা অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি। ২০০৫-০৬ সালে ভারত যখন পাকিস্তানে এসেছিল তখন তাঁদের প্রত্যেক খেলোয়াড় উপভোগ করেছিলেন। ভারত এবং পাকিস্তানের একে অপরের দেশে গিয়ে ক্রিকেট খেলার চেয়ে ভালো শান্তির বিষয় আর হয় না। কোহলি পাকিস্তানে এলে তিনি ভারতের ভালোবাসা এবং আতিথেয়তা ভুলে যাবেন। তাঁর নিজস্ব একটি ক্লাস রয়েছে।”

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার Tata নিয়ে এল পোর্টেবল AC, ২ মিনিটে ঘর হয়ে যাবে হিমালয়ের মতো ঠান্ডা

কোহলি T20 খেলা চালিয়ে যেতে পারতেন: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক আফ্রিদির মতে, বিরাট কোহলির উচিত ছিল ভারতের (India) হয়ে T20 ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া। আফ্রিদি এটাও মনে করেছেন যে দলের তরুণ খেলোয়াড়রা কোহলির কাছাকাছি থাকলে তারা অনেক বেশি উপকৃত হত। আফ্রিদি বলেছেন, কোহলির T20 ফরম্যাট ছেড়ে দেওয়া উচিত হয়নি। কারণ, এই ফরম্যাটটা তাঁর কাছে সুন্দর ছিল। কোহলি ফিট ছিলেন এবং ফরমেও ছিলেন। তাঁর মতে, “দলে সিনিয়র এবং জুনিয়রদের কম্বিনেশন দরকার। কোহলি জুনিয়রদের যা শেখাতে পারবে আমার মনে হয় না অন্য কেউ তা পারবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর