‘কোনও দেরি না করে মুক্তি দেওয়া হোক’, বাংলার জওয়ান পূর্ণম সাউকে ফেরানোর জোড়ালো দাবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোজা হওয়ার বস্তু নয় পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণা করেও সমানে নির্লজ্জের মতো হামলা চালাচ্ছে ভারতে। ভারতও পাল্টা প্রত্যাঘাত করছে। সবমিলিয়ে আরও অবনতি দুই দেশের সম্পর্কের (India-Pakistan)। এরই মধ্যে প্রসঙ্গ উঠল পাকিস্তানে আটকে থাকা বাংলার বিএসএফ জওয়ানের (BSF)। রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউকে ফিরিয়ে আনার জোড়ালো দাবি জানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

পূর্ণম সাউকে ফেরানোর জোড়ালো দাবি | India-Pakistan

গতকাল দুই দেশের সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের পর নিজের এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ লেখেন, ভারত ও পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতি হয়েছে এবার পাকিস্তান সেনার দ্বারা আটক করা ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। প্রায় ২০ দিন ধরে আটকে রাখা হয়েছে তাঁকে। কিছুক্ষণ আগে আমি বিএসএফের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেছি। এই সময়ে আমার অভিপ্রায়, পরিকল্পনা এগুলো শোনার কোনো আগ্রহ নেই। আমি চাই ওঁনার অবিলম্বে মুক্তি হোক। কোনও দেরি না মুক্তি দেওয়া হোক।

Kalyan Banerjee

কল্যাণ আরও লেখেন, ‘তাঁর ফেরার অপেক্ষায় উদ্বেগের তাঁর পরিবার যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। আমি আশা করি তাঁকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নিতে ভারত যথেষ্ট সমর্থ।’ কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করে ওই বিএসএফ জওয়ানের স্ত্রী বলেছিলেন, ‘‌এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। হয়তো এখন আর পাকিস্তান ওঁকে ছাড়বে না।’‌

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান (BSF Jawan) রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ। বর্ডারে পোস্টিং ছিল তার। ভুল করে সীমান্তের ওপারে চলে গেলে পাকিস্তানের দ্বারা আটক হন ভারতের জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতে তাঁকে আটক করা হয়।

আরও পড়ুন: ‘আমরা না ভারতই শর্ত লঙ্ঘন করছে, পাক বাহিনী..’, নিজেদের দোষ ধামাচাপা দিয়ে পাল্টা বিবৃতি নির্লজ্জ পাকিস্তানের

তৎক্ষণাৎ ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগ নেয় ভারত। তবে এখনও তাঁকে ছাড়তে রাজি হয়নি পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতিতেই শনিবার সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। তারপর জওয়ানের মুক্তির আশা বাড়ছিল। তবে এসবের মধ্য়ে পাকিস্তান সংঘর্ষ বিরতি ভাঙ্গায় ফের উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X