হতে চলেছে মেগা ম্যাচ! T20 বিশ্বকাপের পরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, সামনে এল দিনক্ষণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) মঙ্গলবার ওমেন্স এশিয়া কাপ ২০২৪ (ACC Women’s Asia Cup 2024) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। এই টুর্নামেন্টটি আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে এবং ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার ডাম্বুলায় সম্পন্ন হবে। টুর্নামেন্টে ৮ টি দল অংশ নেবে। এই টুর্নামেন্টে দলগুলিকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যাদের মধ্যে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan) একই গ্রুপে রয়েছে।

এদিকে, ভারত ও পাকিস্তান ছাড়াও “A” গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। পাশাপাশি, “B” গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান ওমেন্স টিম। পাশাপাশি, দিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে।

উভয় গ্রুপ:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল
গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড

টুর্নামেন্টের সূচি:
১৯ জুলাই: পাকিস্তান বনাম নেপাল
১৯ জুলাই: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী
২০ জুলাই: মালয়েশিয়া বনাম থাইল্যান্ড
২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ জুলাই: নেপাল বনাম সংযুক্ত আরব আমিরশাহী
২১ জুলাই: ভারত বনাম পাকিস্তান
২২ জুলাই: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড

আরও পড়ুন: মোদীর প্রিয় কোম্পানি বলে কথা! বিশ্বজুড়ে বাজবে ডঙ্কা, হয়ে উঠল সবথেকে শক্তিশালী ব্র্যান্ড

২৩ জুলাই: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী
২৩ জুলাই: ভারত বনাম নেপাল
২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৪ জুলাই: শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড
২৬ জুলাই: প্রথম সেমিফাইনাল
২৬ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল
২৮ জুলাই: ফাইনাল

আরও পড়ুন: রুদ্ধশ্বাস IPL-এ জমজমাট লড়াই, রিঙ্কুর এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ: এদিকে, ACC সভাপতি জয় শাহ জানিয়েছেন, “ওমেন্স এশিয়া কাপ ২০২৪ এই অঞ্চলে মহিলাদের ক্রিকেটের প্রচারে ACC-র প্রতিশ্রুতিকে তুলে ধরে। আমরা দলগুলির মধ্যে বর্ধিত অংশগ্রহণ এবং প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত। যা মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গুরুত্বকে প্রতিফলিত করে। এই সম্প্রসারণ, ২০১৮ সালে ৬ টি দল থেকে ২০২২ সালে ৭ টি দল এবং এখন ৮ টি দলে দাঁড়িয়েছে। মহিলাদের খেলা এবং এশিয়ান ক্রিকেটে ক্রমবর্ধমান প্রতিভার প্রতি এটা আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি। যা খেলোয়াড় এবং দর্শক উভয়কেই অনুপ্রাণিত করবে।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X