গলা ফাটানোর জন্য হয়ে যান তৈরি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, চলে এল বড় আপডেট

   

বাংলা হান্ট ডেস্ক: সদ্য সমাপ্ত হয়েছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারত (India National Cricket Team)। তবে, বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ICC (International Cricket Council)-র পরবর্তী টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পন্ন হবে পাকিস্তানে (Paksitan)। যদিও, এই টুর্নামেন্টে খেলার জন্য ভারতীয় দল (India National Cricket Team) পাকিস্তানে যাবে কি না, তা এখনও ঠিক হয়নি। তবে, এই টুর্নামেন্টের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। উল্লেখ্য যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ সম্পন্ন হবে। এমতাবস্থায়, ওই ম্যাচটি কবে এবং কোথায় হবে সেই প্রসঙ্গে এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

ভারত-পাকিস্তান ম্যাচের বড় আপডেট: প্রথমেই জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করেছে। PTI-এর রিপোর্ট অনুসারে, ICC বোর্ডের একজন সিনিয়র সদস্য আপডেট দিয়েছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি সম্পন্ন হবে লাহোরে। কিন্তু, BCCI এখনও এই বিষয়ে কোনও আপডেট জানায়নি।

India-Pakistan will face each other in the Champions Trophy.

৮ টি দলের মধ্যে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট: প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খেলা হবে. এদিকে, ১০ মার্চ দিনটিকে রিজার্ভ ডে হিসেবে রাখা হবে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে ভারতকে “A” গ্রুপে রাখা হয়েছে। এদিকে “B” গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

আরও পড়ুন: জিততেই রোহিতরা পাচ্ছেন ১২৫ কোটি! ৮৩-র বিশ্বকাপ কত পেয়েছিলেন কপিল? সামনে এল তথ্য

লাহোরে সম্পন্ন হবে টিম ইন্ডিয়ার প্রতিটি ম্যাচ: ICC বোর্ডের একজন সদস্য PTI-কে জানিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৫ ম্যাচের চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রাফট জমা দিয়েছে। যেখানে লাহোরে ৭ টি, করাচিতে ৩ টি এবং রাওয়ালপিন্ডিতে ৫ টি ম্যাচের উল্লেখ আছে। কিন্তু নিরাপত্তা সহ আরও বিভিন্ন কারণে ভারতের সব ম্যাচই রাখা হয়েছে লাহোরে। উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ সম্পন্ন হবে করাচিতে। পাশাপাশি, দু’টি সেমিফাইনাল সম্পন্ন হবে করাচি এবং রাওয়ালপিন্ডিতে। এদিকে, ফাইনাল সম্পন্ন হবে লাহোরে।

আরও পড়ুন: যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড় বিপদ! মহাকাশে গিয়ে প্রবল সঙ্কটে সুনিতা উইলিয়ামস, কেমন আছেন তিনি?

ভারত সরকার নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: জানিয়ে রাখি যে, পাকিস্তান দ্বারা আয়োজিত সর্বশেষ টুর্নামেন্টটি ছিল ২০২৩ সালের এশিয়া কাপ। কিন্তু এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে খেলা হয়েছে টিম ইন্ডিয়ার কারণে। টিম ইন্ডিয়া তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল এবং ফাইনালও সেখানে খেলা হয়েছিল। এমতাবস্থায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ভারত সরকার। উল্লেখ্য যে, ICC কোনও বোর্ডকেই তার সরকারি নীতির বিরুদ্ধে যেতে বাধ্য করতে পারে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর