বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ১৫ ওভারে ৬৭ টি ডট বল খেলার খেসারত গুনলো ভারত। ভারতের কাছে আয়োজক নিউজিল্যান্ডকে পরাজিত করার এবং মহিলা বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ ছিল যা তারা নিজেরাই হারিয়েছে। কিউয়ি মহিলা দলের গড়া ২৬১ রান তাড়া করতে নেমে ভারত ৪৬.৪ ওভারে মাত্র ১৯৮ রান তুলতে পেরেছে। ফলস্বরূপ তারা ম্যাচটি 62 রানে হেরে গেছে। বৃহস্পতিবার হ্যামিল্টনের সেডন পার্কে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল গত ম্যাচে পাকিস্তানকে হারানো ভারত।
হরমনপ্রীত কৌর রান তাড়া করার সময় নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়েছিলেন। ধীরগতিতে ভারতের ইনিংস শুরুর পরে তিনি ৬৩ বলে ৭১ রান করেছিলেন। কিন্তু তার পারফরম্যান্স ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না কারণ ভারত একটি সাদামাটা ভাবে নিজেদের ইনিংস শুরু করেছিল এবং তারা প্রথম ২০ ওভারে মাত্র ৫০ রান করতে পেরেছিল। শুরুতেই স্মৃতি মান্ধানা ৬ রানের ব্যক্তিগত স্কোরে আউট হন। অধিনায়ক মিহালি রাজ এবং ওপেনার ইয়াস্তিকা ভাটিয়াকে দেখে মনে হয়নি তাদের দ্রুত রান তোলার কোনওরকম ইচ্ছা আছে।
7⃣1⃣ Runs
6⃣3⃣ Balls
6⃣ Fours
2⃣ Sixes#TeamIndia vice-captain @ImHarmanpreet departs but not before she played a fine knock. 👍 👍Follow the match ▶️ https://t.co/zZzFTtBxPb#CWC22 | #NZvIND pic.twitter.com/hTizx4GfUC
— BCCI Women (@BCCIWomen) March 10, 2022
সেই সুযোগ নিয়ে কিউয়ি বোলার লিয়া তাহুহু তার ১০ ওভারে ৩টি উইকেট নিয়ে মাত্র ১৭ রান দেন যার মধ্যে আবার ২টি মেডেন ওভারও ছিল। নিউজিল্যান্ডের বোলাররা তাদের পরিকল্পনাকে যথাযথভাবে পূর্ণতা দেয়। লেগ-স্পিনার অ্যামেলিয়া কের প্রথম ইনিংসে অর্ধশতরান করার পর বল হাতে বোলিং করতে এসে মিতালি রাজ সহ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
ইয়াস্তিকা (৫৯ থেকে ২৮), মিতালি (৫৬ বলে ৩১) তাদের ধীরগতির পার্টনারশিপের মাধ্যমে ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছিল। কারণ ২৬১ রান তাড়া করার জন্য তাদের যে গতির প্রয়োজন ছিল তা ভারত শুরুর দিকে কখনোই তুলতে পারেনি। একটা সময় বড় শট তো দূর, নিজেদের মধ্যে স্ট্রাইক রোটেট করতেও সমস্যায় পড়েছিলেন তারা। ফলস্বরূপ চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হলো তাদের। বল হাতে ঝুলন গোস্বামী বিশ্বরেকর্ড গড়লেও তার মান রাখতে ব্যর্থ হন বাকিরা।