বাংলাহান্ট ডেস্ক : বিশ্ববাজারে সম্প্রতি বেশ খানিকটা সস্তা হয়েছে অপরিশোধিত তেলের দাম। মার্কিন প্রশাসনের রেসিপ্রোক্যাল ট্যারিফ ঘোষণার পর অপরিশোধিত তেলের দামে এসেছে বড় পরিবর্তন। গত ২ দিনে বিশ্ববাজারে প্রায় ১৩% পর্যন্ত হ্রাস পেয়েছে অপরিশোধিত তেলের দাম। ফলে দেশে পেট্রল ডিজেলের (Diesel Fuel) দামে কতটা বদল আসবে সেই নিয়ে চর্চা চলছে।
ভারতে পেট্রোল-ডিজেলের (Diesel Fuel) দাম
গত ১ সপ্তাহে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম কমেছে ১০ শতাংশেরও বেশি। গত ৩ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম বর্তমানে এসে পৌঁছেছে সর্বনিম্ন স্তরে। উপসাগরীয় দেশ থেকে আমদানি হওয়া অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি বিক্রি হচ্ছে ৬৫ ডলারেরও কমে। বর্তমানে প্রতি ব্যারেল ৬২ ডলারের নিচে এসে দাঁড়িয়েছে আমেরিকান তেলের মূল্য। ভারতীয় মুদ্রায় প্রতি লিটার তেলের দাম পড়ছে ৩৫ টাকা।
আরও পড়ুন : রবিতে ভিজবে দক্ষিণবঙ্গ, রামনবমীতে বাদ সাধবে ঝড়-বৃষ্টি? আবহাওয়ার আগাম আপডেট
ভারতের বাজারে বিক্রি হওয়া কোকাকোলা বা পেপসির এক লিটার বোতলের চেয়েও যা অনেকটাই সস্তা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, ভারতে (India) লিটার পিছু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম ঘোরাফেরা করছে ১০০ টাকার কাছে। শেষবার গত বছর মার্চ মাস নাগাদ লিটারে ২ টাকা করে দাম হ্রাস পায় জ্বালানির (Fuel)।
আরও পড়ুন : অ্যাপ-ক্যাবে চড়ার খরচেই আকাশে ওড়ার সুযোগ! ভারতের প্রথম দেশীয় উড়ন্ত ট্যাক্সি আনছে এই সংস্থা
তবে তারপর গত প্রায় এক বছর ধরে অপরিবর্তিত থেকেছে পেট্রোল-ডিজেলের (Diesel Fuel) দাম। উপসাগরীয় দেশগুলির অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি ৪.৫৬ ডলার কমে বর্তমানে দাঁড়িয়েছে ৬৫.৫৮ ডলারে। ব্যারল প্রতি ৪.৯৬ ডলার হ্রাস পেয়ে বর্তমানে আমেরিকান তেল বিক্রি হচ্ছে ৬১.৯৯ ডলারে। চলতি সপ্তাহে ১০.৯ শতাংশ হ্রাস পেয়েছে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। আবার গত দুদিনে ১২.৫০ শতাংশ পতন দেখা গিয়েছে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অনেকটাই কমেছে অপরিশোধিত তেলের দাম। সেই অনুযায়ী লিটার পিছু ৫ টাকা করে দাম কমানো উচিত পেট্রোল-ডিজেলের। আগামীদিনে বিশ্ববাজারে আরও সস্তা হবে অপরিশোধিত তেলের দাম। যে স্তরে সেই দাম যাওয়ার সম্ভাবনা করা হচ্ছে, তাতে ভারতে লিটার পিছু ২০-২৫ টাকা পর্যন্ত জ্বালানির দাম হ্রাস করা উচিত। তবে কেন্দ্রীয় সরকার যদি উইন্ডফল ট্যাক্স সিস্টেমে ফিরিয়ে আনে, তাহলে জ্বালানির দাম কমানো কঠিন হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের।