বাংলাহান্ট ডেস্ক : পরপর বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য তিনি ছিলেন থাইল্যান্ডে। সেখানে বিমসটেক সম্মেলন সেরেই তিনি পৌঁছেছেন শ্রীলঙ্কায়। সেখানে কার্যত রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India)। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পা রাখতেই ঐতিহাসিক ইন্ডিপেনডেন্স স্কোয়ারে গান স্যালুট দিয়ে স্বাগত জানানো হল তাঁকে। পাশাপাশি শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানেও সম্মানিত হলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
শ্রীলঙ্কা সফরে সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীর (India)
শ্রীলঙ্কায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক বিশেষ ভাবে অভ্যর্থনা জানিয়েছেন তাঁকে। এরপরেই শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণে সম্মানিত করা হয় তাঁকে। ভারত (India) এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং দুই দেশের মধ্যে সাংষ্কৃতিক ঐতিহ্যের উন্নতিতে ব্যতিক্রমী অবদান রাখার জন্য মোদীকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি যে নরেন্দ্র মোদী এই সম্মানের যোগ্য। তাঁকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত’।
২২ টি দেশের থেকে সম্মান: মিত্র বিভূষণে সম্মানিত হয়ে নরেন্দ্র মোদী (India) বলেন, এই সম্মান তাঁর একার নয়, ১৪০ কোটি ভারতবাসীর। এই সম্মান প্রদান প্রমাণ করে যে ভারত (India) এবং শ্রীলঙ্কার মধ্যে এখনো ঐতিহাসিক সম্পর্ক এবং গভীর বন্ধুত্ব অটুট রয়েছে। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার এই মিত্র বিভূষণ সম্মান দেওয়া হয়েছিল মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুম এবং প্যালেস্টাইনের প্রয়াত নেতা ইয়াসির আরাফতকে। এই নিয়ে মিশর, সৌদি আরব সহ মোট ২২ টি দেশের থেকে সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। আর সেই সঙ্গে অস্বস্তিও বাড়ল চিনের।
আরো পড়ুন : এবার এই মহাদেশের সাথে বাড়বে সুসম্পর্ক! চার দিনের সফরে ২ টি দেশে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি
চাপ বাড়ল চিনের: মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্ধুত্বকে স্বীকৃতি দিতেই প্রদান করা হয় মিত্র বিভূষণ পদক। নরেন্দ্র মোদী (India) শ্রীলঙ্কার থেকে এই পদক পাওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ আরো কিছুটা বাড়ল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত (India) তথা মোদীর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়ছে, যা ড্রাগন প্রশাসনের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
আরো পড়ুন : ওয়াকফ-বিতর্কে নীরব থাকাই হল কাল! রাহুল-প্রিয়াঙ্কার ওপর রেগে লাল মুসলিমরা
প্রসঙ্গত, তিন বছর আগেকার আর্থিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। সেসময় দেউলিয়া শ্রীলঙ্কাকে ৪.৫ বিলিয়ন ডলার দিয়ে আর্থিক সাহায্য করেছিল ভারত। শোনা যাচ্ছে, এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা। প্রতিরক্ষা খাতে, এনার্জি খাতে সহ ১০ টি চুক্তি সাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে।