আর নয় অপেক্ষা! বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, সামনে এল দিনক্ষণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সম্পূর্ণ হয়ে গিয়েছে যাবতীয় কাজ। এবার শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ১৯ এপ্রিল ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করতে চলেছেন বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর । জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধনের সাথে সাথেই তৈরি হবে আরও এক নতুন ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সোমবার এমনটাই জানান।

নয়া ইতিহাস তৈরীর পথে ভারত (India)

একই সাথে জিতেন্দ্র সিং বলেন, উদ্বোধনের পর এই সেতুর উপর দিয়ে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। ইস্পাত এবং কংক্রিট দিয়ে নির্মিত ভারতীয় ভূখণ্ড জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর উপর চেনাব রেল সেতু (Chenab Railway Bridge) লম্বায় প্রায় ৪৯০ মিটার। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) অন্তর্গত এই সেতু অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩১৫ মিটার উঁচুতে।

আরও পড়ুন : কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো শিক্ষক বিদ্রোহ হবে! চাকরি বাতিল হতেই বিরাট হুঁশিয়ারি শিক্ষকদের

জানা যাচ্ছে, নবনির্মিত চেনাব ব্রিজ প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু। এই সেতুর মাধ্যমে ভারতের (India) অন্যান্য প্রান্তের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে কাশ্মীরের। চেনাব ব্রিজ  নির্মাণে প্রায় ২৮ হাজার কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে রয়েছে ১৭টি পিলার। এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে ১৪৮৪ কোটি টাকার ইস্পাত।

আরও পড়ুন : ইজরায়েলের হামলার প্রতিবাদ! আন্দোলনের নামে জুতোচুরি-লুটপাট বাংলাদেশে, গর্জে উঠলেন তসলিমা

সেতুর যে এইচ বিমের উপর রেললাইন বসানো হয়েছে, সেই বিমগুলি গিয়েছে কলকাতা থেকে। ১৬০০ মিটার রেল লাইনের জন্য কলকাতা থেকে পাঠানো হয় ২৫০০ এইচ বিম। চলতি বছরের জানুয়ারি মাসে চেনাব নদীর উপর তৈরি চেনাব সেতুর উপর দিয়ে সফলভাবে ট্রায়াল রান করানো হয় একটি বন্দে ভারত এক্সপ্রেসের। জম্মুর বৈষ্ণোদেবী থেকে ছেড়ে অঞ্জি খাদ রেল ব্রিজ এবং চেনাব ব্রিজের উপর দিয়ে ট্রেনটি গিয়ে পৌঁছায় শ্রীনগরে।

India PM Narendra Modi inaugurate chenab railway bridge

রেল সূত্রে খবর, ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চেনাব ব্রিজের উপর দিয়ে ছুটতে পারবে ট্রেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে এতদিন কোনও দেশ কোনও রেলসেতু নির্মাণ করতে পারেনি। সেই অসাধ্যই সাধন করে দেখাল ভারত (India)। পাশাপাশি দেশের রেল মানচিত্রে কাশ্মীরকে সংযুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে চেনাব ব্রিজ। বিশ্বের সর্বোচ্চ এই রেলব্রিজ উদ্বোধন হয়ে গেলে দিল্লি থেকে ট্রেনে সরাসরি পাড়ি জমানো যাবে কাশ্মীরে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X