সর্বনাশ! বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় এবার ভারত, কী অবস্থা বাংলাদেশ-পাকিস্তানের? রইল রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ (Pollution)। লাগামছাড়া পরিবেশ দূষণ বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছেই। আইকিউ এয়ার রিপোর্ট সবচেয়ে দূষিত দেশের যে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে তাতে ভারতের (India) স্থান হয়েছে পঞ্চম স্থানে। সোজা কথায়, এই মুহূর্তে ভারত পরিণত হয়েছে বিশ্বের পঞ্চম দূষিত দেশে।

দূষণের (Pollution) নিরিখে ভারতের পরিস্থিতি

এই তালিকার শীর্ষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের ‘খেতাব’ পেয়েছে আফ্রিকার চাদ। এই রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের মাত্র ১৭% শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণ নির্দেশিকা পূরণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আইকিউ এয়ার রিপোর্টে সবচেয়ে দূষিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan)। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের সবচেয়ে দূষিত মহানগর হিসেবে পয়লা নম্বরে জায়গা করে নিয়েছে আসামের বার্নিহাট।

আরও পড়ুন : ন্যূনতম পেনশনের গ্যারান্টি!কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বড় প্রস্তাব অর্থমন্ত্রীর 

গত বছর এই শহরের বার্ষিক গড় PM2.5 ঘনত্ব ছিল ১২৮.২ µg/m3। এমনকি বিশ্বের ৯টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে তালিকায় স্থান পাওয়া ৬টি শহরই ভারতের (India)। এই রিপোর্টে আরও বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অন্টারিও ছিল ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূষিত শহর। পাশাপাশি ওয়াশিংটনের সিয়াটলকে চিহ্নিত করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে।

India position for pollution in world.

 সবচেয়ে দূষিত পাঁচটি দেশের অবস্থা: 

• চাদ (৯১.৮ µg/m3) WHO PM2.5 বার্ষিক নির্দেশিকা থেকে ১৮ গুণ বেশি।

• বাংলাদেশ (৭৮.০ µg/m3) WHO PM2.5 বার্ষিক নির্দেশিকা থেকে ১৫ গুণেরও বেশি।

•পাকিস্তান (৭৩.৭ µg/m3) WHO PM2.5 বার্ষিক নির্দেশিকা থেকে ১৪ গুণেরও বেশি।

• কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (৫৮.২ µg/m3) WHO PM2.5 বার্ষিক নির্দেশিকা থেকে ১১ গুণেরও বেশি।

•ভারত (৫০.৬ µg/m3) WHO PM2.5 বার্ষিক নির্দেশিকা থেকে ১০ গুণেরও বেশি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর