অস্ত্র আমদানির ক্ষেত্রে কোন স্থানে রয়েছে ভারত? শীর্ষেই বা রয়েছে কে? সামনে এল রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : নরেন্দ্র মোদি মসনদে বসার পর থেকেই সামরিক শক্তির দিক থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। শুধু তাই নয়, সামরিক অস্ত্রের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের মাধ্যমে জোর দিয়েছিলেন ভারতের (India) মাটিতেই অস্ত্র নির্মাণের।

অস্ত্র আমদানিতে ভারতের (India) অবস্থান

প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন বাস্তবায়িত করতে গত কয়েক বছরে প্রতিরক্ষা মন্ত্রক বিপুল কাটছাঁট করেছে বিদেশ থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানির ক্ষেত্রে। তবে আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশিত তথ্য বলছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন গত চার বছরে যে পরিমাণ সামরিক অস্ত্র আমদানি করেছে, ভারতের (India) অস্ত্র আমদানির পরিমাণও সেই অঙ্কের কাছাকাছি।

আরও পড়ুন : ৭,০০,০০,০০,০০,০০ টাকা ঢুকল ওপার বাংলায়! কাদের সৌজন্যে স্বস্তি ফিরছে ইউনূস সরকারের?

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (সিপ্রি)-এর রিপোর্ট বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে গোটা বিশ্বে যত পরিমাণ অস্ত্র কেনা হয়েছে, তারমধ্যে ৮.৩ শতাংশই কেনা হয়েছে ভারতের তরফে। অন্যদিকে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে  ৮.৯ শতাংশ সমরাস্ত্র আমদানি করে গোটা বিশ্বের মধ্যে রয়েছে শীর্ষে।

আরও পড়ুন : সদ্য বেড়েছে বেতন! রাজ্যের চিকিৎসকদের বিরুদ্ধে এবার কড়া ‘অ্যাকশনে’ স্বাস্থ্য দফতর

এখনও পর্যন্ত অস্ত্র (Weapon) আমদানির ক্ষেত্রে ভারতের (India) প্রথম পছন্দ যে রাশিয়া তাও প্রমাণিত এই রিপোর্টে। হিসাব বলছে, ২০২০-২০২৪ সময়কালের মধ্যে ভারত সবথেকে বেশি অস্ত্র আমদানি করেছে পুতিনের দেশ থেকেই, শতাংশের বিচারে যা ৩৮%। রাশিয়া ছাড়াও ভারতকে অস্ত্র রফতানির ক্ষেত্রে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইজ়রায়েল (৩৪ শতাংশ) এবং ফ্রান্স (২৮ শতাংশ)।

India position in weapons import.

অন্যদিকে, অস্ত্র আমদানির ক্ষেত্রে বিশ্বের ১৬২ টি দেশের তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতেও যে পাকিস্তানে অস্ত্র ‘প্রীতি’ বিন্দুমাত্র কমেনি তাও পরিষ্কার এই রিপোর্টে। ২০২০-২০২৪ সালের মধ্যে বিশ্বে অস্ত্র আমদানির ক্ষেত্রে পাকিস্তানের ‘অবদান’ ৫.৩ শতাংশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর