প্রতিমাসে ১১২৬ টাকা দিলে মিলবে ১৩ লাখের রিটার্ন! পোস্ট অফিস নিয়ে এল বছরের সেরা বিনিয়োগ প্রকল্প

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মধ্যবিত্ত মানুষের বড় চিন্তার কারণ। ক্রমাগত ব্যয় বাড়লেও আয় বাড়েনি। তার সাথে আছে সন্তানের ও পরিবারের চিকিৎসার খরচ। এই অবস্থায় অনেকেই তাই ভবিষ্যতের জন্য ঠিকমতো সঞ্চয় করে উঠতে পারেন না।

ভারতীয় পোস্ট (India Post) অফিসের নতুন স্কিম

তবে ভারতীয় পোস্ট (India Post) এমন একটি সঞ্চয় প্রকল্প এনেছে যেখানে সামান্য কিছু টাকা করে জমালে মিলবে মোটা রিটার্ন। বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করে একাধিক স্কিম ডিজাইন করেছে পোস্ট অফিস। বিভিন্ন স্কিমের পাশাপাশি পোস্ট অফিসের রয়েছে ইন্স্যুরেন্স পলিসি। এই পলিসিগুলিতে বিনিয়োগ করলে আপনারা একটা সময় পর পেতে পারেন মোটা টাকা।

আরোও পড়ুন : হোম লোন নিয়ে এবার নয়া আপডেট! নির্দেশিকা জারি RBI’র, ঋণগ্রহীতা হলে দেখুন বিস্তারিত

পোস্ট অফিসের (India Post) তেমনই একটি স্কিমের নাম হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম। পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম (Post Office Gram Santosh Scheme) আসলে গ্রামীণ ডাক জীবন বীমা (Rural Postal Life Insurance) বা RPLI এর একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান। এই জীবন বীমা প্ল্যানটি আপনাকে লাইফ কভারেজ প্রদান করে।

আরোও পড়ুন : ট্রেনযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! স্পিড বাড়ল এই জনপ্রিয় ট্রেনগুলোর, কত গতিতে ছুটবে জানেন?

মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে এখানে প্রিমিয়াম জমা করা যায়। নূন্যতম ১৯ বছর বয়স হলে এখানে বিনিয়োগ করা যায়। এই স্কিমে নথিভুক্ত হওয়ার সর্বোচ্চ বয়স ৫৫ বছর। এই বীমায় মিনিনাম ১০ হাজার টাকা ও ম্যাক্সিমাম ১০ লাখ টাকার কভারেজ পাওয়া যায়। বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বীমার টাকা পাবেন তার নমিনি।

এছাড়াও বীমা করার ৩ বছর পর থেকে এই স্কিমের (Scheme) বিপরীতে লোন গ্রহণের সুবিধা পাবেন। এই বীমা কভারেজের একটি হিসাব উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক। ধরা যাক বর্তমানে আপনার বয়স ২৫ বছর। আপনি ৫ লক্ষ টাকার বীমা কভারেজ নিতে আগ্রহী।

post office a

সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ১,১২৬ টাকা (৪.৮% GST সহ) প্রিমিয়াম হিসাবে দিতে হবে। ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত অর্থাৎ ৩৫ বছর আপনি মোট জমা দেবেন ৫ লক্ষ টাকা। তারপর সেই বীমা ম্যাচিওর করলে মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ বোনাস হিসাবে মিলবে ৮ লক্ষ ৪০ হাজার টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর