বাংলাহান্ট ডেস্ক : ফের একবার চাকরির সুবর্ণ সুযোগ নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ (India Post) । ভারতীয় ডাক (India Post) বিভাগের পক্ষ থেকে গ্রুপ সি পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশের যে কোনও প্রান্তের যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা ভারতীয় ডাক (India Post) বিভাগের এই চাকরিতে ইচ্ছুক তাদের অফলাইনে আবেদন জানাতে হবে।
ভারতীয় ডাক (India Post) বিভাগে কর্মী নিয়োগ (Recruitment)
ডাক বিভাগের (India Post) সংশ্লিষ্ট নোটিশের সাথে রয়েছে এই আবেদন পত্র। A4 সাইজের পেপারে এই আবেদন পত্র প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। সেই আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথির জেরক্স সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদন পত্র।
আরোও পড়ুন : কোনো সাড়া দিলেন না মা-বোনেরা! বন্ধ করা হচ্ছে মহিলাদের স্বল্প সঞ্চয় প্রকল্প
আবেদনপত্রের সাথে কোন কোন ডকুমেন্টস পাঠাতে হবে : প্রার্থীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সব জরুরি ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, আধার কিংবা ভোটার কার্ড, টেকনিক্যাল যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
আবেদন ও পরীক্ষার ফি : যারা ডাক বিভাগের এই পদে আবেদন করবেন তাদের ১০০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে। আবেদন মূল্য লাগবে না এসসি,এসটি এবং মহিলাদের। আবেদনের পর যারা পরীক্ষার জন্য মনোনীত হবেন তাদের পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রেও পরীক্ষার ফি লাগবেনা এসসি, এসটি এবং মহিলাদের।
আরোও পড়ুন : কোনো সাড়া দিলেন না মা-বোনেরা! বন্ধ করা হচ্ছে মহিলাদের স্বল্প সঞ্চয় প্রকল্প
নির্বাচন পদ্ধতি : কম্পিটিটিভ ট্রেড টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
পদের নাম : গ্রুপ সি লেভেলের নন গেজেটেড বিভিন্ন ট্রেডে স্কিল আর্টিশিয়ান।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর। সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
বেতন : পে লেবেল ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেনে সার্টিফিকেট। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা ছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।