বাংলাহান্ট ডেস্ক : চাকরি প্রার্থীদের জন্য ফের বড় সুখবর নিয়ে আসল ভারতীয় ডাক বিভাগ। সার্কেল ভিত্তিতে এক্সিকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ (Recruitment) করা হবে প্রার্থীদের। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Recruitment) হবে। কাজের দক্ষতার উপর ভিত্তি করে পরবর্তীকালে বৃদ্ধি করা হতে পারে চুক্তির মেয়াদ। ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা এক নজরে দেখে নিন নিয়োগের বিস্তারিত।
বেকারদের জন্য নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগকারী সংস্থা : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank)
পদের নাম : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সার্কল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা : ৫১টি শূন্য পদে হবে নিয়োগ।
আরও পড়ুন : মৃত্যু দেখিয়েই শেষ গল্প! অন্তিম লগ্নে বড় “ধাক্কা” জি বাংলার জনপ্রিয় মেগায়
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। নিয়োগের যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা : সর্বনিম্ন ২০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদে।
নিয়োগ পদ্ধতি : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদের জন্য কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। স্নাতকের নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে মেধা তালিকা। এরপর ইন্টারভিউ রাউন্ডে প্রার্থীর যোগ্যতা যাচাই করে সরাসরি নিয়োগ করা হবে পদে।
মাসিক বেতন : নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদন পদ্ধতি : এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ভিজিট করতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন মূল্য বাবদ সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৭৫০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৫০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১শে মার্চ, ২০২৫