পরীক্ষা ছাড়া ৩৫ হাজার পদে নিয়োগ পোস্ট অফিসে! মাধ্যমিক পাশ যোগ্যতায় পেয়ে যান চাকরি

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষা করছেন? যদি এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল বড়সড় খুশির খবর। পোস্ট অফিসের (Indian Post) পক্ষ থেকে এবার মাধ্যমিক পাশ (Madhyamik Pass) যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক (Postman) পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হলো। পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা থেকে, কবে আবেদন করা হবে,কি যোগ্যতা প্রয়োজন? সব তথ্য জানতে পড়ুন এই প্রতিবেদন।

শূন্য পদের নাম:- পোস্ট অফিসের GDD অর্থাৎ গ্রামীন ডাক সেবকের মাধ্যমে বিভিন্ন পদে যেমন পোস্টমাস্টার, পিওন এবং রানার পদে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া:- পোস্ট অফিসের (India Post) এই সকল পদগুলোতে চাকরির জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে।

আরোও পড়ুন : ‘আর কিছু শোনা হবে না, এবার সিদ্ধান্ত..,’ নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের

সমস্ত রাজ্যের পোস্ট অফিসগুলিতে (India Post) কতগুলি শূন্য পদ রয়েছে তা আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে দিল্লির পোস্ট অফিস ভবন। ব্রাঞ্চ অফিস সহ সাব অফিস, সব জায়গায় শূন্য পদের তালিকা আপডেটের সময়সীমা আগামী ৬ জুলাই পর্যন্ত। গ্রামীণ ডাক সেবা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ১৫ই জুলাই।

ডিভিশন অনুযায়ী শূন্য পদ আপডেটের সময়সীমা : ০১.০৭.২০২৪ থেকে ০৬.০৭.২৯২৪ পর্যন্ত।

আরোও পড়ুন : আমুলের সাথে ব্যবসা করার সুবর্ন সুযোগ! দুর্দান্ত লাভের সাথে মোটা কমিশন, এইভাবে করুন আবেদন

পুনরায় চেক করা হবে: ০৮.০৭.২০২৪ তারিখে।

শূন্য পদের তালিকা অ্যাপ্রুভ করা হবে:- ০৯.০৭.২০২৪ থেকে ১০.০৭.২০২৪ পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি:- ১৫.০৭.২০১৪ তারিখে প্রকাশিত হবে।

Post Office:

শূন্যপদের সংখ্যা:- শূন্য পদের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি আপাতত। তবে ৩৫ হাজারের বেশি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের সচিব SS Mahadevaiah।

শূন্যপদ সংক্রান্ত নোটিফিকেশনের তারিখ :- ১৫.০৭.২০২৪

আবেদনের সময়সীমা:- ২০.০৭.২০২৩ থেকে ২৫.০৭.২০২৪ তারিখের মধ্যে।

আগামী ১৫ জুলাই নোটিফিকেশন প্রকাশের এক সপ্তাহের মধ্যে আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আগামী ২০ জুলাই থেকে ২৫ শে জুলাই এর মধ্যে আবেদন পোর্টাল চালু হয়ে যাবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর