বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য রইল বড় সুখবর। দীর্ঘদিন ধরে চাকরির জন্য যারা অপেক্ষা করে বসে রয়েছেন তাদের জন্য এবার আনন্দ সংবাদ শোনালো ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগেই মিলবে কাজের সুযোগ। ইতিমধ্যেই নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ (Recruitment)
ডাক বিভাগের ওয়েবসাইটে অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সেই বিজ্ঞপ্তি। কিন্তু কোন কোন পদে নিয়োগ (Recruitment) হবে? কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কেমন লাগবে? বিস্তারিত জানার আজকের প্রতিবেদনটি সমগ্র পড়ুন। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে, ডাক বিভাগে ড্রাইভার পদে নিয়োগ করা হবে চাকুরী প্রার্থীদের।
তবে মনে রাখবেন, এটি কিন্তু চুক্তির ভিত্তিতে কাজ। ডাক বিভাগের (India Post) ড্রাইভার পদে চাকরির ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১৯টি। নিজেদের প্রমাণ করে যারা চাকরি পাবেন, তাদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ১৯,৯০০ টাকা। কাজের মেয়াদ দু’বছর। তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরোও পড়ুন : ইংরেজি বলার দক্ষতায় বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত? জানলে হবে গর্ব
ডাক বিভাগের ড্রাইভার (Driver) পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। চাকুরী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে আবেদন করার আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তি দেখে নিয়ে তবেই আবেদন করবেন।
ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১২ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী জানার জন্য অবশ্যই ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে তবে আবেদন করুন।