৬০ পেরিয়ে গেছে? মাসে মিলবে ২০ হাজার! দুর্দান্ত স্কিম আছে কেন্দ্রের, টাকা-পয়সা নিয়ে ভাববেন না

বাংলাহান্ট ডেস্ক: আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মরত বেসরকারি সংস্থায়। সেক্ষেত্রে তাদের অবসর পরবর্তী জীবন নিয়ে থাকে অনিশ্চয়তা। সরকারি চাকরির মতো পেনশনের সুরক্ষা থাকে না বেসরকারি খাতে। তাই সেই সব নাগরিকদের কথা চিন্তা করে ভারত সরকার (Central Government) বিশেষ পেনশন স্কিম চালু করেছে।

senior citizen fd

ভারতীয় ডাক (India Post) বিভাগের পক্ষ থেকে চালু করা এই প্রকল্পে পাঁচ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী। সেই পাঁচ বছর অতিক্রম হওয়ার পর আরো পাঁচ বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায়। বিনিয়োগকৃত টাকার উপর ডাক বিভাগ আপনাকে দেবে মোটা অংকের সুদ। পরবর্তীকালে আপনার জমানো টাকার উপর ভিত্তি করে মিলবে মাসিক পেনশন।

পোস্ট অফিসের (India Post) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:

প্রবীণ নাগরিকদের জন্য ডাক বিভাগের (India Post) পক্ষ থেকে চালু করা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)। ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকার পেনশন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে হবে অর্থ। বিনিয়োগকৃত অর্থের উপর ভিত্তি করে সুদ পাবেন বিনিয়োগকারী।

আরোও পড়ুন : হাতে মাত্র ২ দিন সময়! এবার ‘ডেডলাইন’ বেঁধে দিল রাজ্য সরকার

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বৈশিষ্ট্য:

• ৬০ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

• বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক ৮.২% হারে সুদ প্রদান করা হয় এই স্কিমে।

• ৮০সি ধারা অনুযায়ী বিশেষ কর ছাড়ের সুবিধা থাকে।

India Post

• সর্বচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ বিনিয়োগ করা যেতে পারে এই প্রকল্পে।

• সরকারি কর্মচারী অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

• সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যাক্তিরাও এই প্রকল্পে আবেদনের যোগ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর