পড়ুয়াদের পাশে এবার পোস্ট অফিস! মিলবে মোটা টাকা স্কলারশিপ, কিভাবে অ্যাপ্লাই করবেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে অনেক পড়ুয়ার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ। শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রয়েছে একাধিক স্কলারশিপ প্রোগ্রাম। তবে অনেকেই হয়ত জানেন না ভারতীয় পোস্ট (India Post) স্কুলের পড়ুয়াদের জন্য একটি বিশেষ স্কলারশিপ প্রদান করে থাকে। ভারতীয় ডাকঘর (India Post) দীনদয়াল স্পর্শ যোজনার (আওতায় প্রতিবছর ৬০০০ টাকা স্কলারশিপ প্রদান করে থাকে পড়ুয়াদের। পোস্টাল ডিপার্টমেন্টের এই স্কলারশিপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা আবেদন জানাতে পারেন।

আরোও পড়ুন : ২৫ টাকা! ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এই নম্বরে ফোন করুন,’ আপনার ফোনে এই মেসেজ আসেনি তো?

এই স্কলারশিপের (Scholarship) আওতায় প্রতিমাসে পড়ুয়াদের ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এক বছরে স্কলারশিপের পরিমাণ ৬০০০ টাকা। এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে বসতে হবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায়। পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে প্রথম পরীক্ষায়। দ্বিতীয় পরীক্ষায় থাকবে স্ট্যাম্প সংগ্রহ করার প্রজেক্ট। এছাড়াও লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা সংক্রান্ত বিষয় থেকে।

পোস্ট অফিসের (India Post) দীনদয়াল স্পর্শ যোজনায় আবেদন করার যোগ্যতা :

• ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।

• স্কুলের Philately Club-এর সদস্য হতে হবে আবেদনকারীকে। যদি স্কুলে Philately Club না থাকে তাহলে আবেদনকারীর থাকতে হবে Philatelic Deposit Account।

• শেষ পরীক্ষায় আবেদনকারীকে নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC ও ST শ্রেণীর প্রার্থীরা ৫% ছাড় পাবেন।

India Post Scheme

আবেদন জানাবেন কীভাবে : এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য প্রার্থীকে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম তুলতে হবে। তারপর সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিন্টেন্ডেন্ট বা চিফ পোস্ট মাস্টার ভুবনেশ্বরের কাছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর