বাংলাহান্ট ডেস্ক : আমেরিকা সফরে যাওয়ার আগে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর আমন্ত্রণে ফ্রান্স উড়ে গেলেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী থাকাকালীন এই নিয়ে চতুর্থবার ফ্রান্সের মাটিতে পা রাখলেন মোদি। প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।
ফ্রান্স সফরে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)
তারপর বুধবার উড়ে যাবেন আমেরিকার উদ্দেশ্যে।মোদি জামানায় ফ্রান্স ও ভারতের (India) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পোক্ত হয়েছে অনেকটা। এমনকি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধন আরো দৃঢ় হয়ে উঠেছে শেষ দশ বছরে। গত কয়েক বছরে ফ্রান্স থেকে ভারতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে আশাব্যঞ্জক ভাবে।
আরোও পড়ুন : “গৌতম যা করছে তা ঠিক নয়….”, গম্ভীরের ওপর চটলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু কেন?
একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, মোদি জামানার পূর্বে ফ্রান্সের তরফে ভারতে (India) ১৮ হাজার কোটি টাকার কাছাকাছি ছিল প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ। তবে মোদি জামানায় গত ১০ বছরে সেই বিনিয়োগ তিনগুণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৫৩ হাজার কোটি টাকায়। প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মোদির একাধিক বৈঠক কর্মসূচি রয়েছে সে দেশে।
আরোও পড়ুন : বাংলাদেশে নিষিদ্ধ! এবার এপার বাংলায় ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিরাট ঘোষণা মমতার
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও উচ্চ স্তরের মন্ত্রীদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠক সারবেন ভারতের প্রধানমন্ত্রী। এমনকি একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর মধ্যে। ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
দিল্লির বিধানসভা নির্বাচনে বড়সড় সফলতার মুখ দেখেছে পদ্ম শিবির। রাজধানীর রাজত্ব দখল করে বেশ খানিকটা স্বস্তিতে বিজেপি নেতৃত্ব। এই আবহে আন্তর্জাতিকস্তরে বিভিন্ন দেশের সাথে ভারতের (India) সম্পর্ক আরো দৃঢ় করতে বাড়তি জোর দিতে চাইছেন নরেন্দ্র মোদি।