বাংলা হান্ট ডেস্ক: এই গরমে তপ্ত গোটা দেশ। ঈশ্বরের কাছে প্রার্থনা বৃষ্টির। সবাই অপেক্ষা করছে আবওহাওয়া দফতর কখন সুখবর দেবে।
কিন্তু দেশবাসীর জন্য দুঃখের খবর।দিল্লীর মৌসম ভবন জানালো,এবার দেশে দেরীতে ঢুকবে বর্ষা।এই বছর বৃষ্টির পরিমাণও কম হবে।
অন্যান্য বছর এই সময় মৌসুমী আন্দামানে ঢুকে পড়ে। তারপর তা ক্রমশ কেরল হয়ে বঙ্গে প্রবেশ করে।
এর আগে কেরলের একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছিল ৪ই জুন কেরলে বর্ষা ঢুকতে পারে।
কিন্তু সে আশায় জল ঢেলে দিল দিল্লীর মৌসম দফতর। এদিকে বৃষ্টি দেরীতে আসবে শুনে কৃষকদের মাথায় হাত।