ইংরেজি বলার দক্ষতায় বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত? জানলে হবে গর্ব

বাংলাহান্ট ডেস্ক : ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সারা বিশ্বে দক্ষতার গড়ের নিরিখে সবার উপরের স্থান রয়েছে ভারতের (India)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পিয়ারসনের গ্লোবাল ইংলিশ প্রফিসিয়েন্সি রিপোর্ট (Global English Proficiency Report) তেমনটাই বলছে। সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি, তারপরেই জায়গা করে নিয়েছে রাজস্থান।

ইংরেজি বলার দক্ষতায় ভারতের (India) অবস্থান

সোমবার রিপোর্ট প্রকাশ করেছে পিয়ার সেনের গ্লোবাল ইংলিশ প্রফিসিয়েন্সি রিপোর্ট। ভারত (India) ছাড়াও এই রিপোর্টে  ইংরেজিতে দক্ষতার প্রবণতার বিশ্লেষণের স্থান পেয়েছে ফিলিপিন্স, জাপান, মিশর, কলম্বিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ। রিপোর্ট অনুসারে, ভারতের (India) গড় ইংরেজি দক্ষতা স্কোর হল ৫২।

India rank Global english proficiency report

বিশ্বব্যাপী গড় ইংরেজি দক্ষতা ৫৭ থেকেও কম। কিন্তু দেশের গড় ইংরেজি বলার দক্ষতা বিশ্বব্যাপী গড়ের থেকে বেশি (৫৪)। ইংরেজি লেখার দক্ষতার দিক থেকে বিশ্বব্যাপী গড় দক্ষতার (৬১) সমতুল্য। ভারতীয়দের ইংরেজি লেখার গড় দক্ষতা বিশ্বব্যাপী গড়ের সমান। দেশের মধ্যে ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে প্রথম স্থানে রয়েছে দিল্লি (৬৩), তারপরেই রাজস্থান (৬০) এবং পাঞ্জাব (৫৮)।

আরোও পড়ুন : আগ্রহ হারিয়েছে দর্শক, TRP তলানিতে, আচমকা বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল

ফিনান্স এবং ব্যাঙ্কিং সেক্টরে ভারতের সর্বোচ্চ স্পিকিং স্কোর হল ৬৩। বিশ্বব্যাপী গড় ৫৬র থেকেও এইটি বেশি। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ভারতের (India) স্কোর ৪৫, অর্থাৎ বেশ নিচের দিকেই রয়েছে দেশ। টেকনোলজি, কন্সাল্টিং এবং দ্বিতীয় সেক্টরে বিশ্বব্যাপী গড়ের তুলনায় ভারতের কর্মক্ষমতা অনেক বেশি।

আরোও পড়ুন : শুধু শুধু নেওয়া হয়েছে দলে! IPL 2025-এ খেলার সুযোগই পাবেন না KKR-এর এই ৩ তারকা প্লেয়ার

পিয়ারসনের ইংরেজি ভাষা শিক্ষা বিভাগের প্রধান জিওভানি জিওভান্নেল্লি জানান, “আজকের বিশ্ব অর্থনীতিতে, ইংরেজিতে দক্ষতা শুধুমাত্রই একটি দক্ষতা নয় বরং একটি কৌশলগত সম্পদ। পিয়ারসন গ্লোবাল ইংলিশ প্রফিসিয়েন্সি রিপোর্ট ২০২৪ বড় বড় ব্যবসায়িক দক্ষতার নিরিখে নিয়োগ ও ব্যবসা বিকাশের বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে।”

India rank Global english proficiency report

পাশাপাশি তার কথায়, “দক্ষ কর্মী নিয়োগ করে সংস্থাগুলি তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারে।” সারা বিশ্বজুড়ে (World) পরিচালিত প্রায় ৭ লক্ষ ৫০ হাজার ভার্সন পরীক্ষার তথ্য কে একত্রিত করার পাশাপাশি বিশ্লেষণ করে পিয়ারসন গ্লোবাল ইংলিশ প্রফিসিয়েন্সি রিপোর্ট ২০২৪। ইংরেজি (English) ভাষার মূল্যায়ন টুল হলো ভার্সেন্ট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর