রপ্তানিতে নয়, অস্ত্র আমদানিতে বিশ্বে প্রথম স্থান ভারতের! কেন্দ্রের প্রচার নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতের (India) মাটিতে প্রতিরক্ষা শিল্পকে বিকশিত করার কথা ইতিমধ্যেই বলেছেন। পাশাপাশি, জোর দিচ্ছেন স্বদেশে প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করে তুলতে। এই প্রসঙ্গে এনডিএ সরকারের তরফে জোরকদমে প্রচারও চালানো হচ্ছে। এদিকে, লোকসভা নির্বাচনের আগে এমন কিছু তথ্য জানা গিয়েছে, যা প্রধানমন্ত্রীর এহেন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে। ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে।

সেখানে দেখা গিয়েছে, ভারত সারা বিশ্বের নিরিখে অস্ত্র আমদানিতে প্রথম স্থানাধিকারী দেশ। এমতাবস্থায়, সারা বিশ্বজুড়ে সমস্ত দেশ যত সংখ্যক অস্ত্র আমদানি করে থাকে তার মধ্যে ৯.৮ শতাংশ আমদানি করে ভারত। উল্লেখ্য যে, ভারতে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত নানা ধরণের আর্থ-সামাজিক সমস্যা রয়েছে। পাশাপাশি, দারিদ্রও এক বিরাট সমস্যা। আরেক গুরুতর সমস্যা হল বহু শিশুর ন্যূনতম শিক্ষালাভের সুযোগ না পাওয়া। এই পরিস্থিতিতে প্রচুর সংখ্যক অস্ত্র কিনে কেন্দ্রীয় সরকার বহু কোটি টাকা খরচ করায় দেশের মানুষের লাভ কি হচ্ছে, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সবাই।

India ranked first in the world in arms imports.

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের সমীক্ষা অনুসারে, রাশিয়া ও ফ্রান্স থেকে ভারত সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে। এরপরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান। ২০১৪ সালে এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পরে ২০১৮ সাল থেকে রাশিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা বাড়ানোর জেরে ওই সময়সীমায় সারা বিশ্বের সব দেশের তুলনায় ভারতই ১১ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এদিকে, ২০১৯ সালে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে বিদেশি রাষ্ট্রগুলি থেকে অস্ত্র আমদানি কিছুটা কমে ২০২৩ সালে শতাংশে্র হিসেবে ৯.৮ শতাংশে এসে ঠেকেছে বলে জানা গিয়েছে থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশিত রিপোর্টে।

আরও পড়ুন: “মহাকাশে ভারত যা করছে তা বিস্ময়কর”, ISRO-র সাফল্যে অবাক ইউরোপিয় মহাকাশ সংস্থা! উঠল প্রশংসার ঝড়

জানিয়ে রাখি যে, সারা বিশ্বের যে ১০ টি দেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে সেই সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, সৌদি আরব ৮.৪ শতাংশ, কাতার ৭.৬ শতাংশ, ইউক্রেন ৪.৯ শতাংশ, পাকিস্তান ৪.৩ শতাংশ এবং জাপান ৪.১ শতাংশ অস্ত্র আমদানি করে। গত বছর পর্যন্ত ২০১৯ সাল থেকে এই দেশগুলি মোট ৩৫ শতাংশ অস্ত্র আমদানি করেছে। পাশাপাশি, অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে মিশর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং চিন।

আরও পড়ুন: বিদেশি রাষ্ট্রদূতের ইশারায় কাজ! নিজের দেশ নিয়েই বিস্ফোরক মুইজ্জু, শোরগোল মলদ্বীপে

সূত্রের খবর অনুযায়ী, চিন থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে পাকিস্তান। যে পরিমাণ অস্ত্র ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তান আমদানি করেছে তার ৮২ শতাংশ চিন থেকে আমদানি করা হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের সমীক্ষা অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের নানা দেশে সর্বোচ্চ সংখ্যক অস্ত্র রপ্তানি করে। মোট অস্ত্রের ৪২ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানি করে থাকে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দেশ হল ফ্রান্স এবং রাশিয়া। এই দুই দেশ বিশ্বের অন্যান্য দেশে ১১ শতাংশ করে অস্ত্র রপ্তানি করে থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর